অভিনব দৌড় প্রতিযোগিতা। —নিজস্ব চিত্র।
'ওয়াক ফর এ কজ সাপোর্ট এ গার্ল ইন নিড'। শনিবার অভিনব এই দৌড় প্রতিযোগিতা হয়ে গেল 'হোপ কলকাতা ফাউন্ডেশন'-র উদ্যোগে। দু’টি পর্বে ৫ ও ১০ কিলোমিটারের এই দৌড় প্রতিযোগিতা হল রবীন্দ্র সরোবর থেকে রামকৃষ্ণ মিশন গোলপার্ক পর্যন্ত।
সমাজের বিভিন্ন প্রান্তের পিছিয়ে পড়া মেয়েরা, বিশেষ করে যারা মাঝপথেই লেখাপড়া ছাড়তে বাধ্য হয়, তাদের সাহায্যার্থেই নেওয়া হয়েছিল এই উদ্যোগ। প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন প্রায় ৩০০ জন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মডেল, অভিনেতা-সহ সমাজের বিভিন্ন পেশার সঙ্গে যুক্তরা। ছিলেন সংস্থার একাধিক কর্মকর্তাও। পিছিয়ে পড়া মেয়েদের পাশে দাঁড়ানোর জন্য সংস্থার তরফে আহ্বান জানানো হয়।
সফল এই উদ্যোগের পর সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী বছর আরও বড় আকারে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হবে।