কলকাতা পৌরসংস্থা। —ফাইল চিত্র।
আর জি কর-কাণ্ড নিয়ে প্রতিবাদী স্লোগান লেখা টি-শার্ট পরায় রেড রোডে পুজোর কার্নিভালে ‘পুলিশি হেনস্থা’র শিকার হয়েছিলেন কলকাতা পুরসভার চিকিৎসক তপোব্রত রায়। সেই ঘটনার প্রতিবাদে সোমবার ‘ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন’ (ওয়েস্ট বেঙ্গল শাখা)-এর তরফে ১৭ জন চিকিৎসক পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায়চৌধুরীর কাছে স্মারকলিপি দেন। পরে তাঁরা জানান, মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে বিভিন্ন দাবিদাওয়া পেশ করা হয়েছে। তিনি এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন। অ্যাসোসিয়েশনের দাবি, তপোব্রতকে যে পদ্ধতিতে পুলিশ আটক করে ধারা প্রয়োগ করেছিল, তা অত্যন্ত নিন্দনীয়। তপোব্রত যাতে পুরসভা থেকে আইনি সহায়তা পান, মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে সেই আবেদনও করা হয়েছে।