ফরওয়ার্ড ব্লকের সদর দফতরের পিছনে মৃত ব্যক্তির পরিচয় মিলল

মৃতের নাম বলাই সাধুখাঁ (৪৩)। বাড়ি নদিয়ার হাঁসখালিতে। পুলিশ জানিয়েছে, বলাইবাবু মানসিক ভাবেও অসুস্থ ছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৮ ০২:১৬
Share:

উদ্ধার: ফরওয়ার্ড ব্লকের রাজ্য দফতরের পিছনের গলিতে পাওয়া দেহ নিয়ে যাচ্ছে পুলিশ। রবিবার। ছবি: স্বাতী চক্রবর্তী

দিন তিনেক আগে ফরওয়ার্ড ব্লকের সদর দফতরের পিছন থেকে উদ্ধার হয়েছিল এক ব্যক্তির দেহ। বৃহস্পতিবার তাঁর পরিচয় জানতে পারল পুলিশ। মৃতের নাম বলাই সাধুখাঁ (৪৩)। বাড়ি নদিয়ার হাঁসখালিতে। পুলিশ জানিয়েছে, বলাইবাবু মানসিক ভাবেও অসুস্থ ছিলেন।

Advertisement

তাঁকে বাঙুর ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস-এ ভর্তি করা হয়েছিল। সেখান থেকেই ২৬ অগস্ট নিখোঁজ হয়ে যান তিনি। ১০ সেপ্টেম্বর তাঁর দেহ উদ্ধার হয় চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের ওই অফিস থেকে। বলাইবাবুর স্ত্রী ভবানীপুর থানায় নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেছিলেন। তিনিই এ দিন স্বামীর দেহ শনাক্ত করেন।

এই ঘটনায় পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগও উঠেছে। এক ব্যক্তি কী ভাবে ওই হাসপাতাল থেকে নিখোঁজ হলেন এবং তাঁর দেহ ওই জায়গায় কী ভাবে এল, তা নিয়ে অন্ধকারে পুলিশ। তদন্তে অনুমান, দেহ উদ্ধার হওয়ার দিন পাঁচেক আগে বলাইবাবু মারা যান। হাসপাতাল থেকে নিখোঁজ হওয়ার পরে তিনি কোথায় ছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ময়না-তদন্তের রিপোর্টে তাঁর দেহে কোনও আঘাতের চিহ্ন মেলেনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement