Cyclone Dana

ছুটি বাতিল, ঝড়ের প্রস্তুতি কলকাতা পুরসভার

সোমবার বৈঠকে পুর কমিশনার নির্দেশ দিয়েছিলেন, বুধবারের মধ্যে শহরে পুজোর সমস্ত ব্যানার, হোর্ডিং, বাঁশ খুলে ফেলতে হবে। এক পুর আধিকারিকের দাবি, হোর্ডিং, ব্যানার খুলে ফেলা গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৪ ০৭:২৭
Share:

কলকাতা পুরসভা। —ফাইল চিত্র।

ঘূর্ণিঝড় ‘ডেনা’র প্রভাবে শহরে সম্ভাব্য ঝড়-জলের মোকাবিলায় আজ, বৃহস্পতিবার ও কাল, শুক্রবার সমস্ত কর্মীর ছুটি বাতিল করল কলকাতা পুরসভা। প্রতিটি দফতরের শীর্ষ কর্তাদের অন্য দফতরের সঙ্গে সমন্বয় রাখতে বলা হয়েছে। বুধবার মেয়র পারিষদ (উদ্যান, হোর্ডিং) দেবাশিস কুমার বলেন, ‘‘বৃহস্পতিবার রাতভর মেয়র-সহ সবাই কন্ট্রোল রুমে থাকব। সমস্ত বরোয় আলাদা দল মজুত রাখা হচ্ছে। গাছ ভেঙে পড়লে সেই দল দ্রুত পৌঁছে গাছ কেটে সরাবে।’’

Advertisement

সোমবার বৈঠকে পুর কমিশনার নির্দেশ দিয়েছিলেন, বুধবারের মধ্যে শহরে পুজোর সমস্ত ব্যানার, হোর্ডিং, বাঁশ খুলে ফেলতে হবে। এক পুর আধিকারিকের দাবি, হোর্ডিং, ব্যানার খুলে ফেলা গিয়েছে। ওই আধিকারিক জানান, ‘‘অতি বিপজ্জনক বাড়িগুলি থেকে বাসিন্দাদের সরে যেতে বলা হলেও অনেকেই সরছেন না। বৃহস্পতিবার সকালে তাঁদের নিকটস্থ স্কুলবাড়িতে সরে যেতে বলা হবে।’’

নিকাশি বিভাগকে শহরের সমস্ত পাম্পিং স্টেশনের পাম্প সচল রাখতে বলা হয়েছে। নিচু এলাকা থেকে জমা জল সরাতে বাড়তি পোর্টেবল পাম্প মজুত রাখা হচ্ছে। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা ঠেকাতে দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারেরা বাতিস্তম্ভ পরীক্ষা করছেন। বিদ্যুতের কোনও সমস্যার সমাধানে প্রতিটি বরোয় পুরসভার আলো বিভাগের ইঞ্জিনিয়ার ও সিইএসসি-র কর্মীরা থাকবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement