জুনে নয়, এ বছর এপ্রিল মাসেই সিইএসসি এলাকায় বিদ্যুতের চাহিদা আগেকার সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। ২৭ এপ্রিল কলকাতা-সহ আশপাশের অঞ্চলে বিদ্যুতের সর্বাধিক চাহিদা ছিল ২০৫৯ মেগাওয়াট। গত বছর গ্রীষ্মে যেখানে সর্বাধিক চাহিদা উঠেছিল ২০৩৫ মেগাওয়াট পর্যন্ত। এ বছর ২৪ মেগাওয়াট চাহিদা বেড়েছে বলে সিইএসসি জানিয়েছে।
সিইএসসি এলাকায় গত তিন-চার বছরের রেকর্ড ঘাঁটলে দেখা যাবে সাধারণত মে বা জুন মাসে কোনও একটা দিনে বিদ্যুতের চাহিদা বছরের সবচেয়ে বেশি হয়। এ বছর তাপপ্রবাহেরজেরে এপ্রিলেই পুরনো সব রেকর্ড ভেঙে গিয়েছে। সংস্থার এক কর্তা জানিয়েছেন, ২০১৫ সালের ১০ জুন কলকাতায় বিদ্যুতের সর্বাধিক চাহিদা হয়েছিল ২০৩৫ মেগাওয়াট। ২০১৪ সালের ১২ জুন সেই চাহিদা ছিল ২০৪২ মেগাওয়াট। এ বছর মার্চ মাস থেকেই তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকায় বিদ্যুতের চাহিদাও ধাপে ধাপে বাড়ছিল। এপ্রিলের শেষ দিকে তাপমাত্রা অত্যধিক বেড়ে যাওয়ায় অন্যান্য বছরের তুলনায় অনেক আগেই চাহিদার সূচক সর্বোচ্চ অঙ্কে গিয়ে ঠেকেছে।