বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল বাইক আরোহীর

পুলিশ সূত্রের খবর, একটি গাড়ির ধাক্কায় সোনাইয়ের মোটরবাইকটি ডিভাইডারে ধাক্কা মেরে রাস্তায় ছিটকে পড়ে বলে পুলিশকে জানিয়েছেন পিয়ালি। পিছনের গাড়ির চালক অত্যন্ত বেপরোয়া ছিলেন বলে দাবি অভিযোগকারিণীর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৮ ০২:৪৮
Share:

দুর্ঘটনার পরে এই অবস্থাতেই পড়েছিল মোটরবাইকটি। রবিবার, সল্টলেকের সুকান্তনগরে। নিজস্ব চিত্র

চিংড়িঘাটা সংলগ্ন বিশ্ববঙ্গ সরণিতে এ বার বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল মোটরবাইক আরোহী এক যুবকের। শনিবার রাত আড়াইটে নাগাদ সল্টলেকের সুকান্তনগর লোহাপুল সিগন্যালের কাছে ঘটনাটি ঘটে। মৃত যুবক সোনাই পাল (২৩) নেতাজিনগরের সুভাষপল্লির বাসিন্দা।

Advertisement

বিধাননগর কমিশনারেট সূত্রের খবর, রাত আড়াইটের কিছু পরে পুলিশকে দুর্ঘটনার কথা জানান যাদবপুরের রিজেন্ট পার্কের বাসিন্দা পিয়ালি বসু। বিশ্ববঙ্গ সরণির চিংড়িঘাটামুখী রাস্তায় লোহাপুলের কাছে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে পড়ে থাকতে দেখেন তিনি। বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জখম যুবককে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে কোনও হেলমেট পাওয়া যায়নি। এর প্রেক্ষিতে পুলিশের অনুমান, হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছিলেন মৃত যুবক।

পুলিশ সূত্রের খবর, একটি গাড়ির ধাক্কায় সোনাইয়ের মোটরবাইকটি ডিভাইডারে ধাক্কা মেরে রাস্তায় ছিটকে পড়ে বলে পুলিশকে জানিয়েছেন পিয়ালি। পিছনের গাড়ির চালক অত্যন্ত বেপরোয়া ছিলেন বলে দাবি অভিযোগকারিণীর। এ দিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ডিভাইডারের যে অংশে বাইকটি ধাক্কা মেরেছিল, সেটি লন্ডভন্ড অবস্থায় রয়েছে। বাইকের সামনের অংশ ভেঙে গিয়েছে। হেডলাইট, সামনের চাকা মূল গাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে রাস্তায় পড়েছিল। পুলিশ সূত্রের খবর, সল্টলেক চত্বরে কোনও দোকানে কাজ করতেন সোনাই। সেখান থেকে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি।

Advertisement

গত মঙ্গলবার বারাসতে জেলার প্রশাসনিক বৈঠকে চিংড়িঘাটা সংলগ্ন বিশ্ববঙ্গ সরণি ক্রমে ‘ব্ল্যাক স্পট’ হয়ে উঠছে বলে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি চিংড়িঘাটা মোড়ে বাসের চাকার তলায় পিষে মৃত্যু হয়েছিল সুকান্তনগরের দুই তরুণের। গত ১৮ ফেব্রুয়ারি সকালে মা উড়ালপুল থেকে নামার পরে একটি অ্যাপ ক্যাব ডিভাইডারে ধাক্কা মারলে গুরুতর জখম হন শিবপুর আইআইইএসটি-র ছাত্র সায়ন্তন দাস। পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। এই সব ঘটনার প্রেক্ষিতেই প্রশাসনিক বৈঠকে চিংড়িঘাটা সংলগ্ন বিশ্ববঙ্গ সরণিতে গতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

পুলিশ সূত্রের খবর, প্রত্যক্ষদর্শী মহিলার অভিযোগের ভিত্তিতে বেপরোয়া ভাবে গাড়ি চালানো এবং গাফিলতিজনিত কারণে অনিচ্ছাকৃত মৃত্যু ঘটানোর ধারায় একটি মামলা রুজু করেছে বিধাননগর দক্ষিণ থানা। পুলিশ জানিয়েছে, সিসি ক্যামেরার আওতার বাইরে দুর্ঘটনাটি ঘটায় ঘাতক গাড়িটি সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement