রক্তদান-কাণ্ডে কৈফিয়ত চাইবে স্বাস্থ্য ভবন

শুক্রবার কলেজ স্কোয়ারের একটি ক্লাব ৬০ জন রক্তদাতার অনুমতি নিয়ে এক শিবিরের আয়োজন করেছিল। সেখানে দাতাদের ইলিশ মাছ ও ইন্ডাকশন কুকার উপহার দেওয়া হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৯ ০২:৫১
Share:

অলঙ্করণ: শৌভিক দেবনাথ

রক্তদান শিবিরে দাতাদের উপহার দেওয়ার ঘটনায় সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে কৈফিয়ত তলব করার সিদ্ধান্ত নিল স্বাস্থ্য ভবন। শনিবার স্বাস্থ্য-অধিকর্তা অজয় চক্রবর্তী বলেন, ‘‘ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। কী ভাবে ঘটল, তা জানতে চেয়ে ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে শো-কজ করা হবে।’’

Advertisement

শুক্রবার কলেজ স্কোয়ারের একটি ক্লাব ৬০ জন রক্তদাতার অনুমতি নিয়ে এক শিবিরের আয়োজন করেছিল। সেখানে দাতাদের ইলিশ মাছ ও ইন্ডাকশন কুকার উপহার দেওয়া হয়। ঘটনাটি জানতে পেরে রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত সমাজকর্মীরা বিষয়টি স্বাস্থ্য ভবনের নজরে আনেন। এর পরে ব্লাড ব্যাঙ্কের পরিদর্শকেরা গিয়ে শিবির বন্ধ করে দেন। কিন্তু একই সঙ্গে রক্তদানের জন্য দাতাদের কার্ড, টাকা তোলার স্লিপ এবং শংসাপত্র তুলে দেওয়া হয় বলে অভিযোগ। উদ্যোক্তা সঞ্জয় নন্দীও বলেন, ‘‘বুকের পাটা আছে, তাই প্রকাশ্যে উপহার দিয়েছি। আবার দেব।’’

স্বাস্থ্য ভবন সূত্রের খবর, এই বক্তব্য ভাল ভাবে নেননি স্বাস্থ্য দফতরের শীর্ষ কর্তারা। সেই কারণেই কড়া বার্তা দিতে ওই শিবিরে কার কী ভূমিকা ছিল, তা জানতে চাইছে স্বাস্থ্য ভবন। রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত সুনীতা শ্রীবাস্তব বলেন, ‘‘দোষীরা শাস্তি না পেলে সকলের চোখের সামনে রক্তদান ব্যবসায় পরিণত হবে। রক্তের নিরাপত্তা বিধি নিয়ে ছেলেখেলা হচ্ছে।’’ রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদের সদস্য অচিন্ত্য লাহা বলেন, ‘‘আইন প্রণয়ন করে উপহার প্রথা বন্ধ করা ছাড়া রাস্তা নেই।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement