সরকারি উদ্যোগে বিসর্জন শোভাযাত্রা

শহরের সেরা ২৫টি পুজোকে নিয়ে এ বার বিসর্জনের শোভাযাত্রা করবে রাজ্য। রবিবার হিন্দুস্থান পার্ক সর্বজনীনের পুজো উদ্বোধনে গিয়ে এমনটাই জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বছরই প্রথম এমন শোভাযাত্রা হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৬ ০১:৩১
Share:

শহরের সেরা ২৫টি পুজোকে নিয়ে এ বার বিসর্জনের শোভাযাত্রা করবে রাজ্য। রবিবার হিন্দুস্থান পার্ক সর্বজনীনের পুজো উদ্বোধনে গিয়ে এমনটাই জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বছরই প্রথম এমন শোভাযাত্রা হচ্ছে। প্রথম বছরে ২৫টি পুজো দিয়ে শুরু হলেও ভবিষ্যতে তা বাড়তে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশাসন সূত্রে খবর, গত বছরই শোভাযাত্রার পরিকল্পনা করেন মমতা। কিন্তু সময়ের অভাবে তা বাস্তবায়িত হয়নি। তখনই ঠিক হয় যে এ বছর থেকেই বিসর্জনের শোভাযাত্রা করা হবে। তা মেনে ১৪ অক্টোবর রেড রোডে শোভাযাত্রার আয়োজন হয়েছে।

Advertisement

পুলিশ জানায়, শোভাযাত্রার জন্য রেড রোডে ১২-১৪ হাজার লোকের বসার জায়গা তৈরি হচ্ছে। অনুষ্ঠান শেষ হতে আড়াই-তিন ঘণ্টা লাগবে। পুজো কমিটিগুলিকে খিদিরপুর রোডের কাছে হাজির হতে বলা হয়েছে। সেখান থেকে পুলিশ স্মারক স্তম্ভ পর্যন্ত শোভাযাত্রা হবে। শোভাযাত্রা শেষে বাজে কদমতলা কিংবা দইঘাটে নিজেদের ইচ্ছেমতো বিসর্জন দিতে পারবে পুজো কমিটিগুলি।

পুলিশ জানায়, প্রত্যেকটি পুজো কমিটিকে পাঁচটি করে ট্যাবলো তৈরি করতে বলা হয়েছে। ১৪ অক্টোবর সকাল থেকে রেড রোডের এক প্রান্তে সেই ট্যাবলো সাজানোর কাজ করা যাবে। রেড রোড ওই দিন বন্ধ রাখা হতে পারে। শোভাযাত্রায় মুখ্যমন্ত্রী-সহ একাধিক ভিআইপি-র হাজির থাকার কথা। ফলে এলাকা নিরাপত্তায় মুড়ে ফেলা হবে। ‘‘স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবসে যেমন নিরাপত্তার কড়াকড়ি থাকে, তেমনই আয়োজন করতে বলা হয়েছে,’’ মন্তব্য এক পুলিশকর্তার। লালবাজার সূত্রে খবর, ওই দিন রেড রোড ও তার আশপাশে কয়েক হাজার পুলিশ, স্পেশ্যাল ফোর্স ও কম্যান্ডো বাহিনী থাকবে। ওয়াচ টাওয়ার তৈরির পরিকল্পনাও আছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement