উৎকণ্ঠা: পুড়ে যাওয়া বন্ধ ব্যাঙ্কের সামনে উদ্বিগ্ন গ্রাহকদের ভিড়। বুধবার, গোরাবাজারে। ছবি: স্বাতী চক্রবর্তী।
রবিবারের আগুনে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখাটি পুড়ে গিয়েছিল। গ্রাহকদের গুরুত্বপূর্ণ নথি থেকে কম্পিউটার সবই আগুনের গ্রাসে ছাই হয়ে গিয়েছিল। কিন্তু দমকলের জল পেয়ে অক্ষত ছিল ভল্ট ও গ্রাহকদের লকার। সে সব নিয়ে, কাছেই অন্য একটি শাখায় সরে গেল গোরাবাজারের ইউকো ব্যাঙ্ক। গ্রাহকদের জানানোর জন্য বুধবার থেকে ব্যাঙ্কের গেটের সামনে সেই বিজ্ঞপ্তিও ঝুলিয়ে দেওয়া হয়েছে।
আগুনে ব্যাঙ্কটি পুড়ে যাওয়ার পর ওই শাখার গ্রাহকরা বেশ চিন্তায় পড়ে গিয়েছিল। বিশেষ করে যে সমস্ত গ্রাহকদের ওই শাখায় লকার ছিল তাঁরা উৎকন্ঠায় দিন কাটিয়েছেন। সোমবার থেকেই গ্রাহকরা গোরাবাজারে গিয়ে ভি়ড় জমাতে শুরু করেন। কিন্তু ব্যাঙ্ক কর্মীরা সোমবারই জানিয়ে দেন , টাকা-পয়সা অক্ষত আছে। গ্রাহকদের লকার নিয়েও চিন্তা নেই। সেই কথা শোনার পর আশ্বস্ত হয়ে অনেকে বাড়ি ফিরে যান। তবে কাছেই যে জায়গায় ব্যাঙ্কটি উঠে গিয়েছে, বুধবার সেখানে অনেকেই নিজেদের গচ্ছিত অর্থ এবং লকার সম্পর্কে খোঁজ-খবর নিতে যান বলে জানা গিয়েছে।
গোরাবাজারের ব্যবসায়ীরাও জানিয়েছেন, ইউকো ব্যাঙ্কের শাখাটি থাকায় তাদের অনেক সুবিধা হত। অনেক ব্যবসায়ীরই ওখানে অ্যাকাউন্ট ছিল বলে জানা গিয়েছে। এখন কবে আবার গোরাবাজারে ব্যাঙ্ক খুলবে, তা কেউ জানেন না। কারণ বাজার সংলগ্ন যে বাড়িটিতে ব্যাঙ্কের শাখা ছিল ভয়াবহ আগুনে তার দেওয়াল থেকে অনেক কিছুই ভেঙে পড়েছে। নতুন করে বাড়িটি সংস্কার করা না হলে সেখানে কাজ শুরু করা ঝুঁকি হয়ে যাবে বলে অনেকেই মনে করছেন।