ফের বিমানের আসনের তলায় মিলল সোনা। শুল্ক দফতর জানায়, বেশ কিছু ছোট সোনার বার ছিল ওই বিমানের একটি আসনের কুশনের তলায়। ১ কেজি ৪০০ গ্রাম ওই সোনার বাজারদর প্রায় সাড়ে ৩৭ লক্ষ টাকা বলে জানায় শুল্ক দফতর।
বিমানটি ব্যাঙ্কক থেকে কলকাতা পৌঁছয় রবিবার সকালে। শুল্ক অফিসারদের সন্দেহ, ধরা পড়ে যাওয়ার ভয়ে অনেক সময়েই পাচারকারীরা আসনের তলায় এ ভাবে সোনা রেখে দিয়ে বিমান থেকে নেমে পড়েন। সাফাই কর্মীদের কেউ ওই সোনা বিমানবন্দরের বাইরে চালান করে দেন।
সম্প্রতি শুল্ক দফতর সজাগ হওয়ায় এবং ব্যাঙ্কক থেকে আসা প্রায় প্রতিটি বিমান সাফাইয়ের আগেই তল্লাশির ফলে বেশ কিছু ক্ষেত্রে আসনের তলা থেকে সোনা মিলেছে। কোনও ক্ষেত্রেই অবশ্য পাচারকারীকে ধরা যায়নি। যে আসনের তলায় সোনা মিলছে, সেই আসনের যাত্রীকে জেরা করে অনেক সময়ে দেখা গিয়েছে তিনি সোনা পাচার নিয়ে জানেন না। অফিসারদের বক্তব্য, সোনা-সহ হাতেনাতে ধরতে না পারলে কাউকে দোষী প্রমাণ করা কঠিন হয়ে যায়।