হায়দরাবাদ থেকে তড়িঘড়ি যন্ত্রাংশ এনে কলকাতা বিমানবন্দরে বিগড়ে যাওয়া যন্ত্র গ্লাইডপাথ সারানো হয়েছে শুক্রবার সকালে।
বৃহস্পতিবার সন্ধ্যায় প্রচণ্ড ঝড়-বৃষ্টির সময়ে বাজ পড়ে এবং জলের তোড়ে সেই যন্ত্রটি বিগড়ে গিয়েছিল বলে বিমানবন্দর সূত্রে খবর। এই যন্ত্রটি ইনস্ট্রুমেন্টাল ল্যান্ডিং সিস্টেমের একটি অংশ। এই যন্ত্র বিগড়ে যাওয়ার ফলে প্রধান রানওয়ের বিরাটির দিক থেকে কলকাতায় নামতে আসা কোনও বিমানই ওই যন্ত্রের সুবিধা নিতে পারেনি। কলকাতা বিমানবন্দরের তরফ থেকে সমস্ত পাইলটকে নোটিস দিয়ে ওই যন্ত্র বিগড়ে যাওয়ার কথা জানিয়ে দেওয়া হয়। সূত্রের খবর, বৃহস্পতিবার রাত পর্যন্ত ওই যন্ত্র সারানোর চেষ্টা করা হয়। কিন্তু যে যন্ত্রাংশ বিগড়ে গিয়েছিল, তা কলকাতায় পাওয়া যায়নি। ফলে শুক্রবার হায়দরাবাদ থেকে সেই যন্ত্রাংশ আনানো হয়।
সাধারণত প্রতি শুক্রবার সকাল থেকে রক্ষণাবেক্ষণের জন্য প্রধান রানওয়ে বন্ধ রাখা হয়। এ দিনও একই ভাবে রানওয়ে বন্ধ রেখে রক্ষণাবেক্ষণের সঙ্গে গ্লাইডপাথ সারানোর কাজও হয়েছে। অফিসারদের কথায়, ‘‘বৃহস্পতিবার সন্ধ্যায় গ্লাইডপাথ বিগড়ে যাওয়ার পর থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কলকাতার আকাশ পরিষ্কার থাকায় যন্ত্রের সুবিধা ছাড়াই বিমান নেমে আসতে পেরেছে।’’