সল্টলেকে এক ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছিল শনিবার। প্রাথমিক তদন্তে রবিবার পুলিশ দাবি করল, কিশোরীকে অপহরণ করা হয়নি। তবে তার শ্লীলতাহানি হয়েছে। ঘটনায় ধৃত রাজীব নয়ান লালের রবিবার বিধাননগর আদালতে জেল হেফাজত হয়। রাজীবকে জেরায় পুলিশ জেনেছে, চলতি সপ্তাহে তার সঙ্গে দু’বার দেখা হয়েছিল কিশোরীর। শুক্রবার বাসে আলাপের সময়ে ঠিক হয়, শনিবার তারা দেখা করবে। রাজীব পুলিশকে জানায়, শনিবার করুণাময়ী মোড়ে দেখা করে তারা এএইচ ব্লকের ভাড়া বাড়িতে আসে। পুলিশ আরও জানায়, দু’জনকে ব্লকের রাস্তা ধরে হেঁটে বাড়িতে ঢুকতে দেখা গিয়েছে। যা খারিজ করেছে ওই কিশোরী। পুলিশের দাবি, অপহরণের প্রমাণ না মিললেও শ্লীলতাহানির অভিযোগের সারবত্তা রয়েছে। জেরায় রাজীব তা কবুলও করেছে।