কৌটোয় ভরা গ্যাস থেকেই বিস্ফোরণ

দু’টি মশা মারার স্প্রে-র কৌটোয় ভরা ছিল চল্লিশ গ্রাম করে রান্নার গ্যাস। বেআইনি ভাবে রাখা ওই গ্যাস লিক করেই খড়দহের সোনার দোকানে বিস্ফোরণ ঘটেছিল বলে প্রাথমিক ভাবে মনে করছেন ফরেন্সিক বিশেষজ্ঞেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৬ ০০:৫৪
Share:

দু’টি মশা মারার স্প্রে-র কৌটোয় ভরা ছিল চল্লিশ গ্রাম করে রান্নার গ্যাস। বেআইনি ভাবে রাখা ওই গ্যাস লিক করেই খড়দহের সোনার দোকানে বিস্ফোরণ ঘটেছিল বলে প্রাথমিক ভাবে মনে করছেন ফরেন্সিক বিশেষজ্ঞেরা।

Advertisement

কৌটো দু’টিতে এলপিজি গ্যাস ভরার অভিযোগে বুধবার গ্রেফতার করা হয়েছে দোকানের মালিক কৃষ্ণ রায়কে। গ্যাস সরবরাহ করেছিলেন যে যুবক, গ্রেফতার হয়েছেন তিনিও। এ দিন ব্যারাকপুর কমিশনারেটের এক কর্তা বলেন, ‘‘রান্নার গ্যাস অন্য কাজে ব্যবহার করা আইনত অপরাধ। সোনার দোকানের মালিক তাই করেছেন। তাঁকে যিনি গ্যাস সরবরাহ করেছিলেন, তিনিও সমান অপরাধী। তাই দু’জনকেই গ্রেফতার করা হয়েছে।’’

পুলিশ জানায়, বিস্ফোরণের পরে ওই দোকান থেকে মশা মারার স্প্রে-র কৌটো দু’টি মেলে। ফরেন্সিক বিশেষজ্ঞদের অনুমান, চার দিক বন্ধ দোকানের ভিতরে কৌটো দু’টি থেকে দীর্ঘক্ষণ গ্যাস লিক করেছিল। তার সাথে দোকানে রাখা গয়না তৈরির কাজে ব্যবহৃত অ্যাসিডের বিক্রিয়ায় বিস্ফোরণ হয়। আর তীব্র গতিতে ওই গ্যাস বাইরে বেরনোর সময়ে বন্ধ শাটারে সজোরে আঘাত করার ফলেই তা ভেঙে উপড়ে যায়। তাতেই বিকট শব্দ হয়েছিল।

Advertisement

ঘটনার দিন দোকানের সামনে বসেছিলেন স্থানীয় বাসিন্দা আমির আলি মণ্ডল। ১০ ফুট দূরে ছিটকে পড়েন তিনি। হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। ফরেন্সিক বিশেষজ্ঞদের অনুমান, বিস্ফোরণের তীব্রতা বেশি থাকায় যেমন শাটার উপড়ে গিয়েছিল, তেমনি চারদিকের দেওয়ালেও ফাটল ধরে। আগুন লাগে দোকানের ভিতরে। তবে ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত ভাবে কিছু বলতে নারাজ তাঁরা।

ঘটনার দিনই কৃষ্ণবাবুকে জিজ্ঞাসাবাদ শুরু করে খড়দহ থানার পুলিশ। বুধবার ফরেন্সিক বিশেষজ্ঞদের তদন্তের পরে ধরা হয় তাঁকে। পুলিশ জানায়, জেরায় দোকানের মালিক জানিয়েছেন, গয়না গলানোর জন্য ওই গ্যাস ব্যবহার হত। কাজের সুবিধার জন্য রান্নার সিলিন্ডার থেকে মশা মারার কৌটো দু’টির ভিতরে গ্যাস ভরে রাখা হয়েছিল। এর জন্য আলাদা করে গ্যাস সরবরাহকারীর কাছে থেকে এলপিজি সিলিন্ডার নিয়ে দোকানে রাখা হত বলেও জানান কৃষ্ণবাবু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement