ক্ষমতা পরীক্ষায় ৭২ ঘণ্টা বন্ধ শিয়ালদহ উড়ালপুল

বুধবার কলকাতা পুলিশের ডিসি (ট্র্যাফিক) সন্তোষ পাণ্ডে জানান, কেএমডিএ শিয়ালদহ উড়ালপুলের ভারবহন ক্ষমতা পরীক্ষা করবে। তাই ৭২ ঘণ্টা উড়ালপুলের উপরে যান চলাচল বন্ধ করা হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৯ ০১:৪৫
Share:

শিয়ালদহ উড়ালপুল।—ফাইল চিত্র।

স্বাধীনতা দিবসের সন্ধ্যা থেকে ৭২ ঘণ্টার জন্য শিয়ালদহ উড়ালপুলের একাংশে গাড়ি চলাচল বন্ধ থাকবে। ওই সময়ে ওই এলাকার যানবাহন ঘুরপথে চালানো হবে বলে কলকাতা পুলিশ জানিয়েছে।

Advertisement

বুধবার কলকাতা পুলিশের ডিসি (ট্র্যাফিক) সন্তোষ পাণ্ডে জানান, কেএমডিএ শিয়ালদহ উড়ালপুলের ভারবহন ক্ষমতা পরীক্ষা করবে। তাই ৭২ ঘণ্টা উড়ালপুলের উপরে যান চলাচল বন্ধ করা হচ্ছে। ১৫ অগস্ট বিকেল থেকে মহাত্মা গাঁধী রোড, কলেজ স্ট্রিট, লেনিন সরণিতে ট্রাম বন্ধ থাকবে।

পুলিশের দাবি, ১৫ অগস্ট ছুটির দিন। ফলে ওই দিন যানবাহনের চাপ তেমন থাকবে না। পরের দিন, শুক্রবার কাজের দিন। বাকি দু’দিন, শনি ও রবিবারেও গাড়ির চাপ কম থাকবে।

Advertisement

১৯৭৮ সালে শিয়ালদহে উড়ালপুল তৈরি হয়েছিল। যদিও অনেকেই বলেন, অন্য উড়ালপুলের মতো এটির নীচের রাস্তায় গাড়ি চলতে পারে না। তাই এটিকে উড়ালপুল না বলে ‘এলিভেটেড রোড’ বলা ভাল।

গন্তব্যে পৌঁছতে ধরবেন কোন রাস্তা

বন্ধ থাকবে

• মহাত্মা গাঁধী রোড র‌্যাম্প থেকে বেলেঘাটা র‌্যাম্পের মধ্যবর্তী অংশ।

গাড়ি চলাচল বন্ধ

• ১৫ অগস্ট সন্ধ্যা ৬টা থেকে ১৮ অগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত।

উত্তর কলকাতা থেকে শিয়ালদহ স্টেশনে আসতে
• বেলেঘাটা মেন রোড-শিয়ালদহ
• রাজাবাজার-ক্যানাল ইস্ট রোড-বেলেঘাটা মেন রোড-শিয়ালদহ
• মানিকতলা মোড়-বিবেকানন্দ রোড-আমহার্স্ট স্ট্রিট-বি বি গাঙ্গুলি স্ট্রিট-শিয়ালদহ
• রাজাবাজার-মহাত্মা গাঁধী রোড র‌্যাম্প-আমহার্স্ট স্ট্রিট-বি বি গাঙ্গুলি স্ট্রিট-শিয়ালদহ

দক্ষিণ কলকাতা থেকে শিয়ালদহ স্টেশনে আসতে
• মৌলালি মোড়-বেলেঘাটা মেন রোড-শিয়ালদহ

উত্তর থেকে দক্ষিণে যেতে
• মানিকতলা মোড়-বিবেকানন্দ রোড-আমহার্স্ট স্ট্রিট-বি বি গাঙ্গুলি স্ট্রিট-নির্মলচন্দ্র স্ট্রিট-ওয়েলিংটন-লেনিন সরণি-মৌলালি
• রাজাবাজার-মহাত্মা গাঁধী রোড র‌্যাম্প-আমহার্স্ট স্ট্রিট-বি বি গাঙ্গুলি স্ট্রিট-নির্মলচন্দ্র স্ট্রিট-ওয়েলিংটন-মৌলালি

দক্ষিণ থেকে উত্তরে আসতে
• মৌলালি-এস এন ব্যানার্জি রোড-ধর্মতলা-চিত্তরঞ্জন অ্যাভিনিউ
• বেলেঘাটা-মৌলালি-এস এন ব্যানার্জি রোড-ধর্মতলা-চিত্তরঞ্জন অ্যাভিনিউ

পুলিশের অনেকে মনে করছেন, ধর্মতলায় রোজই গাড়ির চাপ বেশি থাকে। তার উপরে শিয়ালদহের গাড়ি এস এন ব্যানার্জি রোড দিয়ে ধর্মতলায় এসে পড়ার ফলে ধর্মতলা ও চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে গাড়ির চাপ ওই ক’দিনে আরও বাড়বে। বি বি গাঙ্গুলি স্ট্রিট, মহাত্মা গাঁধী রোড ও আমহার্স্ট স্ট্রিটের উপরেও চাপ বাড়বে। তবে লালবাজার সূত্রের দাবি, বাড়তি চাপ সামাল দেওয়ার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। এস এন ব্যানার্জি রোডে রাস্তার পাশে গাড়ির পার্কিং সাময়িক ভাবে তুলে দেওয়া হবে। বেশ কিছু রাস্তায় ২৪ ঘণ্টাই একমুখী গাড়ি চালানো হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement