প্রতীকী ছবি।
সল্টলেকে যাঁরা বাড়ি ভাড়া করে থাকছেন বা অফিস চালাচ্ছেন, তাঁদের একাংশ জড়িয়ে পড়ছেন অপরাধে। অভিযোগ দায়ের হওয়ার পরে তা জানতে পারছে প্রশাসন ও পুলিশ। ফের তেমন একটি ঘটনা ঘটল সল্টলেকের জিডি ব্লকে। একটি পর্যটনের অফিস খুলে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করছিল এক সংস্থা। অভিযোগ পেয়ে সোমবার মূল চক্রী অপূর্ব পালকে গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, ওই ব্যবসায় টাকা রাখলে তাঁরা লাভের একটি অংশ পাবেন এবং ভ্রমণ প্যাকেজে মিলবে ২৫ শতাংশ ছাড়— এমনই প্রস্তাব দেওয়া হত লগ্নিকারীদের। সেই ফাঁদে পা দিয়ে অনেকেই ওখানে টাকা রেখেছিলেন। কিন্তু এক পয়সাও ফেরত পাননি। এর পরেই এক লগ্নিকারী বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ অপূর্বকে গ্রেফতার করে।
তদন্তকারীরা জানিয়েছেন, ধৃতের বাড়ি লিলুয়া থানা এলাকার নেতাজিগড়ের বিরাডিঙিতে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ১৫ লক্ষ টাকার প্রতারণা করেছে অপূর্ব ও তার দলবল। তবে এই পরিমাণ বাড়তে পারে। এই চক্রে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃত অপূর্বর আধার কার্ড থেকে শুরু করে ব্যক্তিগত নথি আদৌ আসল কি না, তা-ও দেখা হচ্ছে।