মীরা ভট্টাচার্য। —নিজস্ব চিত্র।
ভাল আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। মঙ্গলবার দুপুরে হাসপাতালে ভর্তি করা হয় বুদ্ধদেবকে। তার পরেই প্যানিক অ্যাটাকের কারণে ওই হাসপাতালেই ভর্তি করতে হয় মীরাকে। আপাতত চিকিৎসক কৌশিক চক্রবর্তী ও ধ্রুব ভট্টাচার্যের তত্ত্বাবধানে ভর্তি আছেন তিনি।
হাসপাতালের তরফ থেকে বুধবার রাতের হেল্থ আপডে়টে বলা হয়েছে, আপাতত সুস্থ আছেন মীরা। তাঁর অক্সিজেনের মাত্রা রয়েছে ৯৯ শতাংশ। ভাল ঘুমিয়েছেন তিনি। একাধিক রক্তের পরীক্ষাও করা হয়েছিল, তার ফলাফলও সন্তোষজনক। গত ১৮ মে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মীরা। হাসপাতালে চিকিৎসার পর গত ২৪ মে তাঁকে ছেড়ে দেওয়া হয়। তার পর বুদ্ধদেবের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয়। তখনই অসুস্থ হয়ে পড়েন মীরা, তাঁকেও ফের ভর্তি করা হয় হাসপাতালে।