শহরের বুকে হদিস মিলল ভুয়ো কল সেন্টারের। —ফাইল চিত্র।
ফের শহরের বুকে হদিস মিলল ভুয়ো কল সেন্টারের। নাগেরবাজার এলাকায় খোঁজ মিলল কল সেন্টারটির। পুলিশ জানিয়েছে, ওই কল সেন্টারের আড়ালেই চলত প্রতারণা চক্র। ঋণ পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ ওঠে তিন মহিলা-সহ পাঁচ জনের বিরুদ্ধে। শনিবার রাতে পুলিশ তাঁদের গ্রেফতার করেছে। রবিবার ধৃতদের আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রে খবর, অনেক দিন ধরেই উত্তর কলকাতার নাগেরবাজার এলাকায় ঋণ দেওয়ার নাম করে টাকা হাতানোর চক্র চলছিল। বাইরে থেকে কেউ যাতে সন্দেহ না করে, তার জন্য ভুয়ো কল সেন্টার খোলা হয়। আর সেই কল সেন্টারের আড়ালেই হত লোক ঠকানোর কাজ। শনিবার সেখানে অভিযান চালিয়ে অভিযুক্তদের হাতেনাতে ধরে নাগেরবাজার থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, ভুয়ো কল সেন্টার থেকে ৩৫টি ফোন, দু’টি ল্যাপটপ, একটি ট্যাব এবং একটি ওয়াইফাই ফাইবার উদ্ধার হয়েছে। প্রতারণার কাজে এই সরঞ্জামগুলিই ব্যবহার করা হত। অল্প সুদে ঋণ দেওয়া হবে — এই মর্মে লোককে ফোন করা হত। বিভিন্ন অজুহাতে তাঁদের কাছ থেকে টাকা নেওয়া হত। অথচ ঋণ দেওয়া হত না। রবিবার ধৃতদের ব্যারাকপুর আদালতে তোলা হয়। আদালত আপাতত তাঁদের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।