আগুন থেকে আতঙ্ক

আগুন থেকে আতঙ্ক ছড়াল টেরিটি বাজারে। বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ টেরিটি বাজারের কাছে রবীন্দ্র সরণির উপরে একটি ইলেকট্রিক ফিডার বক্স থেকে ধোঁয়া বের হতে দেখেন দোকানদারেরা। খবর পেয়ে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। দমকল কর্মীরা জানান, আধ ঘণ্টার মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তাঁদের অনুমান বৈদ্যুতিক গোলযোগ থেকেই এই বিপত্তি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুন ২০১৫ ১৬:৩০
Share:

আগুন থেকে আতঙ্ক ছড়াল টেরিটি বাজারে। বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ টেরিটি বাজারের কাছে রবীন্দ্র সরণির উপরে একটি ইলেকট্রিক ফিডার বক্স থেকে ধোঁয়া বের হতে দেখেন দোকানদারেরা। খবর পেয়ে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। দমকল কর্মীরা জানান, আধ ঘণ্টার মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তাঁদের অনুমান বৈদ্যুতিক গোলযোগ থেকেই এই বিপত্তি। এ দিকে দিনের ব্যস্ত সময়ে এই ঘটনার জন্য রবীন্দ্র সরণিতে যানজটও হয়। এর জেরে দুর্ভোগে পড়েন অফিসযাত্রীরা। ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায় পরিস্থিতি স্বাভাবিক হতে প্রায় ঘণ্টাখানেক সময় লেগে যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement