Kolkata Fire Incident

Bhowanipore: ভবানীপুরে কালীঘাটের কাছেই অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে পৌঁছোল দমকলের ইঞ্জিন

ভবানীপুরের রুপচাঁদ মুখার্জি লেনে আগুন লাগে দুপুর সাড়ে ১২টা নাগাদ। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুলাই ২০২২ ১৩:৪৬
Share:

ভবানীপুরে কালীঘাটের কাছেই আগুন লাগল একটি বাড়িতে। বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ ওই আগুন লাগে বাড়িটির দোতলায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। তারা আগুন নেভানোর চেষ্টা করছে।

Advertisement

ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে মিনিট পাঁচেকের দূরত্বে রূপচাঁদ মুখার্জি লেনে এই আগুন লাগে। বাড়িটি একটি বসতবাড়িই। তবে বাড়ির ভিতরে কেউ আটকে নেই বলেই জানিয়েছে পুলিশ। আপাতত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে আগুন কী ভাবে লাগল, তা এখনও জানতে পারেনি দমকলবাহিনী।

বুধবার দুপুরে ওই আগুন লাগার ঘটনার পর এলাকায় যান এলাকার কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়। ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের মন্ত্রী শশী পাঁজাও।

Advertisement

(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে আপনার কাছে খবর পৌঁছে দেওয়ার সময়েও আমরা খবরের সত্যাসত্য সম্পর্কে সচেতন। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement