Fire

চিৎপুরে কাগজের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১১টি ইঞ্জিন

চিৎপুরে স্ট্র্যান্ড ব্যাঙ্কের রোডের উপর একটি কাগজের গুদামে ভয়াবহ আগুন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী। দমকলের ১১টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৩ ২৩:৫৮
Share:
representational image

—প্রতীকী ছবি।

চিৎপুরে স্ট্র্যান্ড ব্যাঙ্কের রোডের উপর একটি কাগজের গুদামে ভয়াবহ আগুন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী। দমকলের ১১টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে। কালো ধোঁয়ায় ভরে গিয়েছে গোটা এলাকা। আগুন নিয়ন্ত্রণে আসেনি এখনও।

Advertisement

দমকল সূত্রে খবর, বুধবার রাত সাড়ে আটটা নাগাদ চিৎপুরে স্ট্র্যান্ড ব্যাঙ্কের রোডের উপর অবস্থিত ওই গুদামটিতে আগুন লাগে। গুদামটিতে কাগজের রোল, ব্যাটারি এবং নানা রকমের বৈদ্যুতিন সরঞ্জাম রাখা ছিল। এর ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে। কারখানার পাশেই একটি বহুতল রয়েছে । আগুন লাগার পরেই ওই বহুতলের বাসিন্দারা রাস্তায় নেমে আসেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement