Fire in Mechua

মধ্য কলকাতার মেছুয়ার বহুতলে অগ্নিকাণ্ড, মৃত ১৪, আগুন নিয়ন্ত্রণে দমকলের ১০টি ইঞ্জিন

যে বহুতলে আগুন লেগেছে তার আশপাশে প্রচুর দোকান ও বাড়ি রয়েছে। ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ২১:১৯
Share:
Fire breaks out at a multi storied building in Mechua

মঙ্গলবার কলকাতার মেছুয়ায় একটি বহুতলে আগুন। —নিজস্ব চিত্র।

আবার কলকাতায় অগ্নিকাণ্ড। মধ্য কলকাতার মেছুয়ার ফলপট্টির একটি হোটেলে মঙ্গলবার আগুন লাগে। দমকলের ১০টি ইঞ্জিন গিয়েছে ঘটনাস্থলে। ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। অগ্নিকাণ্ডের সময় হোটেলটির ৪২টি ঘরে ৮৮ জন ছিলেন।

Advertisement

হোটেলটি মদন মোহন বর্মণ স্ট্রিটের একটি হোটেল। আগুন লাগার সময় হোটেলের ভিতরে আবাসিকেরা ছিলেন। পুলিশ ও দমকলের পক্ষ থেকে বার বার মাইকে বলা হচ্ছিল, তাঁরা যেন আতঙ্কিত হয়ে বহুতল থেকে নীচে ঝাঁপ না-মারেন। কিন্তু তার মধ্যেই আনন্দ পাসোয়ান নামে এক জন আগুন থেকে নিজেকে বাঁচাতে উপর থেকে ঝাঁপ দেন। তাঁকে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

আতঙ্কিত হয়ে বেশ কয়েক জন হোটেলের কার্নিসে চলে আসেন। দমকলের মই দিয়ে দু’জনকে নামানো হয়েছে। আহতদের মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, হাসপাতালে চিকিৎসাধীন জখম ব্যক্তিদের মধ্যে আরও এক জনের মৃত্যু হয়েছে।

Advertisement

সেন্ট্রাল অ্যাভিনিউ এবং বিধান সরণির সংযোগকারী এই রাস্তাটি বেশ ঘিঞ্জি। যে বহুতলে আগুন লেগেছে তার আশপাশে প্রচুর দোকান ও বাড়ি রয়েছে। ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকছে। মেয়র ফিরহাদ হাকিম ঘটনাস্থলে যাচ্ছেন।

শেষ পাওয়া খবর অনুযায়ী, নতুন করে আর আগুন ছড়িয়ে পড়েনি। অবশ্য দমকল সূত্রে এখনও পর্যন্ত বলা হয়নি যে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। এখনও চলছে উদ্ধারকাজ। পাঁচ-ছ’জনকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে হোটেলে আরও কেউ আটকে আছে কি না তা দেখা হচ্ছে।


আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement