সল্টলেকে শুরু পরিস্রুত পানীয় জল সরবরাহ

বিধাননগর পুরসভা সূত্রের খবর, নিউ টাউন থেকে বাড়তি জল এভাবে সল্টলেকে সরবরাহ করা হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০১৮ ০০:৫৩
Share:

সল্টলেকে পরিস্রুত পানীয় জল সরবরাহ শুরু করল পুরসভা।

নিউ টাউন জল শোধন প্রকল্প থেকে সল্টলেকে পরিস্রুত পানীয় জল সরবরাহের কাজ শুরু হল। বৃহস্পতিবার সকালে সল্টলেকে ওই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয়। হাজির ছিলেন জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী মলয় ঘটক, পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম, সাংসদ কাকলি ঘোষ দস্তিদার প্রমুখ। বিধাননগর পুরসভা সূত্রের খবর, নিউ টাউন থেকে বাড়তি জল এভাবে সল্টলেকে সরবরাহ করা হবে। তবে সল্টলেকের পাশাপাশি সংযুক্ত এলাকায় ওই পরিস্রুত পানীয় জল সরবরাহ করা হবে কি না, সেই প্রসঙ্গে ফিরহাদ জানান, ওই সব এলাকাতেও পরিস্রুত পানীয় সরবরাহ করতে পরিকাঠামো তৈরি করতে হবে। এ বিষয়টি বিধাননগর পুরসভাকে তাদের পরিকল্পনায় অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।

Advertisement

তবে এ দিনের অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক সুজিত বসু, চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তী-সহ বিধাননগর পুরকর্তাদের একাংশ হাজির থাকলেও ছিলেন না মেয়র সব্যসাচী দত্ত, ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়-সহ কয়েক জন মেয়র পারিষদ এবং কাউন্সিলরদের একাংশ। মেয়রের দাবি, তাঁকে অনুষ্ঠানের কথা জানানো হয়েছে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায়। তার আগেই তাঁর এ দিনের কর্মসূচি ঠিক হয়ে গিয়েছিল। ফলে তাঁর পক্ষে এই অনুষ্ঠানে হাজির থাকা সম্ভব হয়নি। ডেপুটি মেয়র-সহ মেয়র পারিষদদের একাংশেরও দাবি, তাঁরা অনুষ্ঠান সম্পর্কে জানতেন না। সরকারি ভাবে কোনও আমন্ত্রণও তাঁদের কাছে পৌঁছয়নি।

যদিও জনস্বাস্থ্য ও কারিগরি দফতর সূত্রের খবর, সল্টলেকে ওই সরকারি অনুষ্ঠানের আমন্ত্রণপত্র মেয়র-সহ যাঁদের পাঠানোর কথা, তাঁদের সকলকেই পাঠানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement