Bomb Scare in Haridevpur

কলকাতায় বোমাতঙ্ক! হরিদেবপুরে ময়লার স্তূপের মধ্যে কী? এলাকায় বম্ব স্কোয়াড, পুলিশ কুকুরও

রবিবার সকালে হরিদেবপুর থানা এলাকায় একটি ময়লার স্তূপ পরিষ্কার করতে গিয়ে বোমার মতো দেখতে ওই জিনিসগুলি দেখতে পান পুরসভার কর্মীরা। তবে সেগুলি বোমাই কি না, তা নিয়ে নিশ্চিত নয় পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১১:১৬
Share:

ঘটনাস্থলে বম্ব স্কোয়াডের সদস্যেরা। —নিজস্ব চিত্র।

শহরে ফের বোমাতঙ্ক ছড়াল। রবিবার সকালে হরিদেবপুর এলাকায় একটি ময়লার স্তূপ থেকে কয়েকটি বোমা আকৃতির জিনিস উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় হরিদেবপুর থানার পুলিশ। জিনিসগুলি পরীক্ষা করে দেখার জন্য খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। স্কোয়াডের সদস্যেরা ঘটনাস্থলে পৌঁছেছেন।

Advertisement

ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখতে পায়, লাল এবং সবুজ তার ব্যাটারির সঙ্গে বাঁধা। আয়তাকার কিছু জিনিসকে ঘিরেই বোমাতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বম্ব স্কোয়াডের সদস্যেরা প্রাথমিক ভাবে মনে করছেন, এগুলো বোমাই। তবে এই বিষয়ে নিশ্চিত হতে পরীক্ষানিরীক্ষা প্রয়োজন।

রবিবার সকালে হরিদেবপুর থানা এলাকার ব্যানার্জিপাড়ায় একটি ময়লার স্তূপ পরিষ্কার করতে গিয়ে বোমার মতো দেখতে ওই জিনিসগুলি দেখতে পান পুরসভার কর্মীরা। তবে সেগুলি বোমাই কি না, তা নিয়ে নিশ্চিত নয় পুলিশ। এই বিষয়ে নিশ্চিত হতে খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডে। আপাতত গোটা এলাকাটিকে ঘিরে রাখা হয়েছে। সেখানে অনুসন্ধান চালাচ্ছেন স্কোয়াডের কর্মীরা। আনা হয়েছে পুলিশ কুকুরও। চলছে নমুনা সংগ্রহ। আশপাশে ভিড় জমিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement