Murder

ছেলের মারে বাবার মৃত্যু কলকাতায়, হাসপাতালে ভর্তি করেও সিঁথির বাসিন্দাকে বাঁচানো গেল না

টাকা চেয়ে না পেয়ে বাবার সঙ্গে ঝামেলা। তা গড়ায় হাতাহাতিতে। ছেলের মারে হাসপাতালে মৃত্যু হল সিঁথির প্রৌঢ়ের। নেশার জন্য টাকা চেয়েছিলেন ছেলে বলে অভিযোগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২২ ১৮:১১
Share:

সোমবার রাতে ছেলে টাকা চেয়েছিলেন বাবা উৎপল রায়ের কাছে। — নিজস্ব চিত্র।

টাকা নিয়ে বাবা-ছেলের বিবাদ! অভিযোগ, বিবাদের জেরে প্রবীণকে আঘাত করে বসেন মদ্যপ ছেলে। দেওয়ালে ধাক্কা খাওয়ায় মাথায় আঘাত লাগে। হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হল না। মঙ্গলবার মারা গেলেন সিঁথির প্রৌঢ়। বাবাকে খুনের অভিযোগে গ্রেফতার হয়েছেন ২৯ বছরের যুবক।

Advertisement

মৃতের নাম উৎপল রায় (৬৯)। সিঁথির কেদার দাস লেনের বাসিন্দা তিনি। সরকারি চাকরি করতেন। চাকরি থেকে অবসর নিয়েছেন। সোমবার রাতে ছেলে উদ্দীপ্ত রায় টাকা চেয়েছিলেন বাবার কাছে। দিতে রাজি হননি প্রবীণ। তাতেই বাবার দিকে তেড়ে যান যুবক বলে অভিযোগ। দু’জনের হাতাহাতি হয় বলে জানা গিয়েছে। অভিযোগ, এর ফলেই আঘাত লাগে বৃদ্ধের।

সোমবার রাতে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয় উৎপলকে। প্রচুর রক্তপাত হয় তাঁর। মঙ্গলবার সকালে মৃত্যু হয়েছে প্রবীণের। স্থানীয়দের দাবি, বছর তিরিশের উদ্দীপ্ত নেশা করতেন। সোমবার রাতেও মদ্যপান করে ফিরেছিলেন। সেই অবস্থায় টাকা চেয়েছিলেন বাবার কাছে। না দেওয়ায় ঝামেলা শুরু। আর তার জেরে শেষ পর্যন্ত হাতাহাতি শুরু হয় দু’জনের। দেওয়ালে মাথা ঠুকে যায় প্রৌঢ়ের। তাতেই গুরুতর চোট পান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement