প্রতিবাদী কৃষক

একটি ফাঁকা জমিতে হিডকোর লাগানো বোর্ড খুলে ফেলে দিলেন কৃষকেরা। বৃহস্পতিবার, নিউটাউনের বালিগুড়িতে। হিডকো সূত্রে খবর, অধিগৃহীত ওই জমিতে হিডকো কর্তৃপক্ষ এ দিন নিজেদের সাইন বোর্ড বসাতে গিয়েছিলেন।

Advertisement
শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৬ ০১:১৭
Share:

একটি ফাঁকা জমিতে হিডকোর লাগানো বোর্ড খুলে ফেলে দিলেন কৃষকেরা। বৃহস্পতিবার, নিউটাউনের বালিগুড়িতে। হিডকো সূত্রে খবর, অধিগৃহীত ওই জমিতে হিডকো কর্তৃপক্ষ এ দিন নিজেদের সাইন বোর্ড বসাতে গিয়েছিলেন। কৃষকেরা জানান, জমিটি বাম আমলে অধিগৃহীত হলেও সেটির টাকা তাঁরা নেননি। যদিও হিডকোর চেয়ারম্যান ঘটনার সত্যতা স্বীকার করেননি। সরকারি কাজে বাধা দেওয়ার কোনও অভিযোগও হিডকোর তরফে পুলিশের কাছে করা হয়নি। কৃষকদের নেতা শেখ নিজামুদ্দিন বলেন,‘‘বৃহস্পতিবার কী ঘটেছে আমি জানি না। তবে কৃষকেরা তাঁদের আন্দোলন চালাবেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement