প্রতীকী ছবি।
মদ্যপানের প্রতিবাদ করায় হেনস্থার শিকার পরিবার। ঘটনাটি ঘটেছে কাঁকুড়গাছি এলাকায়। অভিযোগ, একদল যুবক প্রকাশ্যে মদ্যপান করছিলেন ওই এলাকায়। তার প্রতিবাদ করায় স্থানীয় বাসিন্দা গণেশ রাউতের উপরে চড়াও হন অভিযুক্তরা। এমনকি, তাঁর স্ত্রী এবং ছেলেকে হেনস্থা করা হয়েছে বলেও অভিযোগ। তদন্তে নেমে এই ঘটনায় ফুলবাগান থানার পুলিশ তিন জনকে পাকড়াও করেছে।
স্থানীয় সূত্রে খবর, করোনা পরিস্থিতিতে অন্য জায়গা থেকে কিছু যুবক এসে ওই এলাকায় মদের আসর বসাচ্ছিলেন গত কয়েক দিন ধরে। এর প্রতিবাদে সরব হয়েছিলেন স্থানীয়রা। সোমবার রাতেও ফের মদের আসর বসে। তার প্রতিবাদ করেন স্থানীয় বাসিন্দা গণেশ রাউত। তিনি যুবকদের সেখান থেকে চলে যেতে বলেন। করোনা প্রসঙ্গও ওঠে তর্কাতর্কির সময়। অভিযোগ, এর পরেই তাঁকে গালিগালাজ করা হয়। ঘটনাস্থলে পৌঁছন গণেশবাবুর ছেলে দীপক। তাঁকেও ধাক্কা দেওয়া হয়। স্ত্রীকেও হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় তদন্তে নামে পুলিশ। শুরু হয় তল্লাশি। তিনজনের সন্ধান পাওয়া যায়। বাকিদের খোঁজ চলছে।
আরও পড়ুন: দেশে সংক্রমণ হার কমে ৬.১২ শতাংশ, মোট আক্রান্তের ৭৩ শতাংশই সুস্থ
আরও পড়ুন: কোভিড আবহেও অঙ্গদান, নজির মৃতের পরিবারের