ফর্ম পূরণের সময় বাড়ছে

প্রেসিডেন্সির স্নাতকে প্রবেশিকা পরীক্ষার ফর্ম পূরণের সময় বাড়ল ৩০ জুন পর্যন্ত। শনিবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির অন্যতম সদস্য তথা পদার্থবিদ্যার বিভাগীয় প্রধান সোমক রায়চৌধুরী জানান, অনলাইনে স্নাতক স্তরের প্রবেশিকা পরীক্ষায় বসার জন্য ১৬ জুন থেকে প্রার্থীদের নাম রেজিস্ট্রেশন শুরু হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুন ২০১৫ ০৩:০৮
Share:

প্রেসিডেন্সির স্নাতকে প্রবেশিকা পরীক্ষার ফর্ম পূরণের সময় বাড়ল ৩০ জুন পর্যন্ত। শনিবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির অন্যতম সদস্য তথা পদার্থবিদ্যার বিভাগীয় প্রধান সোমক রায়চৌধুরী জানান, অনলাইনে স্নাতক স্তরের প্রবেশিকা পরীক্ষায় বসার জন্য ১৬ জুন থেকে প্রার্থীদের নাম রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ১৯ জুন থেকে অনলাইনে ফর্ম পূরণ করা যাবে বলে জানানো হয়েছিল। সময় ছিল ২৬ জুন পর্যন্ত। এ বারে অনলাইনে ফর্ম পূরণ থেকে পরীক্ষা নেওয়ার দায়িত্বে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। বোর্ডের চেয়ারম্যান ভাস্কর গুপ্ত জানান, মুম্বইয়ে প্রাকৃতিক দুর্যোগের জন্য অনলাইনে ফর্ম পূরণ শুরুই করা যাচ্ছিল না। কারণ যে সার্ভারের মাধ্যমে ওই গোটা প্রক্রিয়া হওয়ার কথা সেটি মুম্বইয়ে রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement