Protest in KMC

পদোন্নতি আটকে সাড়ে ৩ বছরের বেশি সময় ধরে! ইঞ্জিনিয়ারদের বিক্ষোভ কলকাতা পুরসভায়

পদোন্নতির দাবিতে বিক্ষোভে কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ারেরা। সাড়ে তিন বছরের বেশি সময় ধরে পদোন্নতি আটকে রয়েছে, এই অভিযোগে সোমবার পুরসভার অন্দরেই বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০২
Share:
পুরসভায় বিক্ষোভে ইঞ্জিনিয়ারেরা।

পুরসভায় বিক্ষোভে ইঞ্জিনিয়ারেরা। —নিজস্ব চিত্র।

পদোন্নতির দাবিতে বিক্ষোভে কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ারেরা। সাড়ে তিন বছরের বেশি সময় ধরে পদোন্নতি আটকে রয়েছে, এই অভিযোগে সোমবার পুরসভার অন্দরেই বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা।

Advertisement

বিক্ষোভকারীদের অভিযোগ, তাঁরা অনেক দিন ধরেই আন্দোলন করছেন। মেয়র ফিরহাদ হাকিম তাঁদের জট কাটানোর কথাও বলেছিলেন। সেই মতো কমিটি গঠন হয়। কমিটির কাছে নিজেদের কথা জানান আন্দোলনকারী ইঞ্জিনিয়ারেরা। সেই সময়েই পুরসভার দুই আধিকারিক চক্রান্ত করে তাঁদের পদোন্নতি আটকানোর চেষ্টা করছেন। এই অভিযোগ তুলে সোমবার অতিরিক্ত পুর কমিশনার প্রবালকান্তি মাইতির ঘরের সামনে মাটিতে বসে বিক্ষোভ দেখান পুর ইঞ্জিনিয়ারেরা।

ইঞ্জিনিয়ারদের সংগঠনের সাধারণ সম্পাদক মানস সিংহ বলেন, ‘‘ইঞ্জিনিয়ারদের পদোন্নতি সাড়ে তিন বছর ধরে আটকে রয়েছে। আমরা আন্দোলন করছিলাম। হাই কোর্টে মামলা করেছি। পুরসভাও ডিভিশন বেঞ্চে গিয়েছে। এতে আমাদের আপত্তি নেই। আন্দোলনের মধ্যে মেয়র সাহেব আমাদের ডেকে বলেছিলেন, আন্দোলনের কোনও প্রয়োজন নেই। মেয়র সর্বোচ্চ পর্যায়ের আধিকারিকদের নিয়ে কমিটি গ়ড়ে দিয়েছিলেন। কমিটিতে আমাদের বক্তব্য শোনা হয়। কমিটি রিপোর্ট তৈরি করে। মেয়রের দফতরেও তা পাঠানো হয়। আমরা আশাবাদী ছিলাম, জট কাটবে। ঠিক সেই সময় দু’জন আধিকারিক চক্রান্ত করেছেন আমাদের বিরুদ্ধে। তা নিয়েই আমাদের ক্ষোভ।’’

Advertisement

মানসের সংযোজন, ‘‘এ কথা আমরা কোর্ট মারফত জানতে পেরেছি। আমরা মেয়রকে এখনও বিশ্বাস করি। কিন্তু যে দুই আধিকারিক ষড়যন্ত্র করলেন মেয়রকে অন্ধকারে রেখে, তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement