East-West Metro

শুক্র-শনি বন্ধ ইস্ট-ওয়েস্ট মেট্রো, যাত্রাপথে আসছে কিছু যান্ত্রিক বদল, জানালেন মেট্রো কর্তৃপক্ষ

সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত পৌঁছতে প্রতিদিন বহু মানুষ গ্রিন লাইন মেট্রো ধরেন। শুক্রবার এবং শনিবার সেই পরিষেবা বন্ধ থাকার ফলে মানুষের ভোগান্তি বাড়বে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ২০:২৮
Share:

— প্রতিনিধিত্বমূলক ছবি।

আগামী ২৩ ফেব্রুয়ারি, শুক্রবার এবং ২৪ ফেব্রুয়ারি, শনিবার বন্ধ থাকবে পূর্ব-পশ্চিম মেট্রোর পরিষেবা। মেট্রো সূত্রে এ খবর জানানো হয়েছে।

Advertisement

সল্টলেকের সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত পরিষেবা দেয় পূর্ব-পশ্চিম মেট্রো। যা ‘গ্রিন লাইন’ হিসাবে সমধিক পরিচিত। আগামিদিনে শিয়ালদহ পেরিয়ে গঙ্গার নীচ দিয়ে সেই মেট্রো পৌঁছবে হাওড়া স্টেশন হয়ে হাওড়া ময়দান পর্যন্ত। সেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা আগামী শুক্রবার এবং শনিবার পুরোপুরি বন্ধ থাকবে। মেট্রো সূত্রে জানানো হয়েছে যে, ট্রেন চলাচলের জন্য ‘কন্ট্রোল সার্কিট’-এ বদল আনা হচ্ছে। যা মেট্রোরেলের পরিভাষায়, ‘ব্যাকআপ কন্ট্রোল সেন্টার (বিসিসি)’ থেকে ‘অপারেশন কন্ট্রোল সেন্টার (ওসিসি)’-এ বদলানো হচ্ছে। এই কাজের জন্যই আগামী শুক্র এবং শনিবার ওই লাইনে মেট্রো পরিষেবা বন্ধ রাখা হবে।

সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত পৌঁছতে প্রতিদিন বহু মানুষ গ্রিন লাইন মেট্রো ধরেন। শুক্রবার এবং শনিবার সেই পরিষেবা বন্ধ থাকার ফলে মানুষের ভোগান্তি বাড়বে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement