বিচারপতির সই জাল করে ধৃত

বিচারপতির সই জাল করার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করল সিআইডি। বুধবার, বাঁশদ্রোণী থেকে। ধৃতদের নাম আশুতোষ পাণ্ডে এবং ওমপ্রকাশ প্রসাদ। আশুতোষ পেশায় আইনজীবী। সিআইডি জানিয়েছে, ডিসেম্বর মাসে ঠাকুরপুকুরের এক বেসরকারি স্কুলের ক্ষমতাসীন পরিচালন সমিতির তরফে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে অভিযোগ করা হয়, তাঁদের না জানিয়েই এক বিচারপতি একটি রায় দিয়েছেন যা তাঁদের বিরুদ্ধে গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৫ ২১:২০
Share:

বিচারপতির সই জাল করার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করল সিআইডি। বুধবার, বাঁশদ্রোণী থেকে। ধৃতদের নাম আশুতোষ পাণ্ডে এবং ওমপ্রকাশ প্রসাদ। আশুতোষ পেশায় আইনজীবী।

Advertisement

সিআইডি জানিয়েছে, ডিসেম্বর মাসে ঠাকুরপুকুরের এক বেসরকারি স্কুলের ক্ষমতাসীন পরিচালন সমিতির তরফে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে অভিযোগ করা হয়, তাঁদের না জানিয়েই এক বিচারপতি একটি রায় দিয়েছেন যা তাঁদের বিরুদ্ধে গিয়েছে। পরে বিচারপতির তরফে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল ঠাকুরপুকুর থানায় অভিযোগ করেন, ওই বিচারপতি ওই সংক্রান্ত বিষয়ে কোনও নির্দেশ দেননি। তাঁর সইও জাল করা হয়েছে। ঘটনার তদন্তভার দেওয়া হয় সিআইডি-কে

গোয়েন্দারা জেনেছেন, ওই স্কুলের পরিচালন সমিতির সঙ্গে ওমপ্রকাশের বিরোধ চলছিল। সে আশুতোষের সঙ্গে মিলিত হয়ে হাইকোর্টের ওই বিচারপতির নামে একটি ভুয়ো নির্দেশ জমা দেয় এবং স্কুলের পরিচালন সমিতি দখল করে। এক তদন্তকারী অফিসার জানান, বিচারপতির রায়ের কপি দেখেই অপর পক্ষ বুঝতে পারেন, নির্দেশ জাল করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement