Sreebhumi

Durga Puja 2021: প্রবল ভিড়ের চাপ, মন্ত্রী সুজিতের ‘বুর্জ খলিফা’য় দর্শক প্রবেশ বন্ধ করল পুলিশ

করোনা বিধিনিষেধের তোয়াক্কা না করে মণ্ডপ ঘিরে প্রবল ভিড় জমার কারণেই সাময়িক ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২১ ০০:২৯
Share:
ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে দর্শক প্রবেশ।

ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে দর্শক প্রবেশ। ছবি পিটিআই ও নিজস্ব চিত্র।

‘লেজার শো’ বন্ধ হয়েছিল আগেই। এ বার মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোয় দর্শকদের প্রবেশ বন্ধ করে দিল পুলিশ।

Advertisement

বুধবার রাতে ব্যারিকেড দিয়ে ঘিরে শ্রীভূমির পুজোয় প্রবেশ বন্ধ করে পুলিশ। দর্শকদের সরিয়ে ফাঁকা করে দেওয়া হয় মণ্ডপ।

ভিড় নিয়ন্ত্রণ করছে পুলিশ

ভিড় নিয়ন্ত্রণ করছে পুলিশ নিজস্ব চিত্র।

দুবাইয়ের সর্বোচ্চ বাড়ি ‘বুর্জ খলিফা’-র আদলে তৈরি ১৪০ ফুট উঁচু মণ্ডপ দেখতে প্রচণ্ড ভিড় হচ্ছিল। পুলিশ সূত্রে খবর, করোনা বিধিনিষেধের তোয়াক্কা না করে মণ্ডপ ঘিরে প্রবল ভিড় জমার কারণেই সাময়িক ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

এর আগে শ্রীভূমির ‘বুর্জ খলিফা’-য় লাগানো লেজার আলোয় দমদম বিমানবন্দর থেকে বিমান চলাচলে সমস্যা হচ্ছে বলে আপত্তি উঠেছিল। তার জেরে বন্ধ করে দেওয়া হয় লেজার আলোর খেলা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement