Drugs

Drugs recovered:  কলকাতা বিমাবন্দরে ১১৩ কোটি টাকার মাদক উদ্ধার, ধৃত তিন

গোয়েন্দা সূত্রে খবর, তাদের ট্রলি ব্যাগের গোপন স্থানে ১৪ প্যাকেট হেরোইন রাখা ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২২ ২৩:১২
Share:

উদ্ধার হওয়া মাদক। —নিজস্ব চিত্র।

কলকাতা বিমানবন্দর থেকে প্রায় ১১৩ কোটি মূল্যের হেরোইন উদ্ধার হল। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে বিমানবন্দরের নামার সঙ্গে চারটি ট্রলি ব্যাগ সহ তিনজন যাত্রীকে আটক করে রাজস্ব গোয়েন্দা অধিদফতর (ডিআরআই)। তাঁদের মধ্যে দু’জন মহিলা এবং একজন পুরুষ। ধৃতদের মধ্যে একজন মহিলা ও পুরুষ আফ্রিকার দেশ কেনিয়ার বাসিন্দা এবং অপর মহিলা মালাউইয়ের বাসিন্দা।

Advertisement

গোয়েন্দা সূত্রে খবর, তাদের ট্রলি ব্যাগের গোপন স্থানে ১৪ প্যাকেট হেরোইন রাখা ছিল। যার ওজন প্রায় ১৬ কেজি। বিমানটি আফ্রিকা থেকে দুবাই হয়ে ভারতে আসে। উদ্ধারের পর প্যাকেটেগুলির পরীক্ষা করে নিশ্চিত করা হয় যে সেগুলিতে মাদক ভর্তি।

ধৃতদের মধ্যে দু’জন মেডিক্যাল ভিসায় এবং একজন ব্যবসায়ী ভিসায় ভারতে আসছিল। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। গোয়েন্দাদের দাবি এটি কলকাতায় সবচেয়ে বেশি অঙ্কের মাদক উদ্ধার। তাঁদের উদ্দেশ্য ছিল কলকাতা থেকে দিল্লি গিয়ে সেই মাদক বিক্রি করা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement