প্রতীকী চিত্র।
চিকিৎসকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুললেন এক তরুণী। ওই তরুণী পুলিশকে জানিয়েছেন, শুক্রবার সকালে তিনি মৌলালিতে একটি ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রা সোনোগ্রাফি (ইউএসজি) করাতে গিয়েছিলেন ওই তরুণী। অভিযোগ, সেই সময় তাঁর সঙ্গে অশালীন ব্যবহার করেছিলেন ওই চিকিৎসক। তাঁর শ্লীলতাহানিও করা হয়।
এ বিষয়ে তিনি মুচিপাড়া থানায় অভিযোগ করেন। তদন্তে নামে পুলিশ। ওই তরুণী এবং চিকিৎসককে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ওই চিকিৎসকের দাবি, তিনি কোনও অনৈতিক কাজ করেননি। কিন্তু তরুণীর দাবি, চিকিৎসার সুযোগ নিয়েতাঁর শ্লীলতাহানি করেছেন ওই চিকিৎসক।
ওই ডায়াগনস্টিক সেন্টারের কর্মীদের অভিযোগ, শ্লীলতাহানির অভিযোগ তুলে ওই তরুণীর পরিবার চিকিৎসক এবং সেখানকার কর্মীদের হেনস্থা করেছে। কয়েকজনকে মারধরও করা হয়। যদিও মারধরের এই অভিযোগ অস্বীকার করেছে তরুণীর পরিবার।
আরও পড়ুন: এক ভাইয়ের স্ত্রী অন্য ভাইয়েরও ‘ভোগ্য’, বালিগঞ্জের অভিজাত আবাসনের গৃহবধূ থানার দ্বারস্থ
ঘটনাটি ঠিক কী ঘটেছিল, তা খতিয়ে দেখছে মুচিপাড়া থানার পুলিশ। এ দিন এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। থানায় অভিযোগ জানাতে এসে পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন ওই তরুণী। তিনি বলেন, “প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করছিলেন পুলিশকর্মীরা। পরে চাপে পড়ে অভিযোগ নেওয়া হয়। কিন্তু এফআইআর কপি দিতেও গড়িমসি করে থানা।”
(শহরের প্রতি মুহূর্তের হেডলাইন, কলকাতার যে কোনও ব্রেকিং নিউজ পেতে ক্লিক করুন আমাদের কলকাতা বিভাগ।)