নিউটাউন ঝুপড়িতে আগুন আতঙ্কে রাস্তায় বহু মানুষ
বাগবাজারের পর এ বার নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ড। ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকলের গাড়ি পৌঁছতে সমস্যা হচ্ছে বলে জানা গিয়েছে। আতঙ্কে বেরিয়ে আসেছেন বাসিন্দারা। বিকট শব্দও শোনা যাচ্ছে বলে দাবি স্থানীয়দের। ইতিমধ্যে ঘটনাস্থলে একের পর এক ইঞ্জিন পৌঁছতে শুরু করেছে। দমকল সূ্ত্রে খবর, নিউটাউনের সুলুংগিরি এলাকার অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। এলাকাটি ঘিঞ্জি হওয়ায় দূর থেকে পাইপের মাধ্যমে জল দেওয়া হচ্ছে। আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন স্থানীয়া বাসিন্দারাও।
আরও পড়ুন : মিছিল আর আগুনের জোড়া জটে নাকাল শহর
হাওয়ার কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছেন। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আতঙ্কে ভুগছেন এলাকাবাসী। গতকাল ঠিক একই ঘটনা ঘটে বাগবাজারে হাজার বস্তিতে। সেখানে একের পর এক সিলিন্ডার ফেটে বিস্ফোরণ ঘটে। বাস্তুহারা হন সেখানকার বাসিন্দারাও। নিউটাউনের ওই বস্তিতে কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। দমদলের ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। এলাকায় রয়েছে পুলিশকর্মীরাও পৌঁছেছেন।
আরও পড়ুন :পরীক্ষা কমলেও বাড়ল সংক্রমণের হার, অস্বস্তি উত্তর ২৪ পরগনা নিয়ে