অজানা জ্বরে আক্রান্ত হাওড়ার বাসিন্দা মিঠু চৌধুরী ঠাঁই পেয়েছিলেন কলকাতার মেডিক্যাল কলেজ হাসপাতালের মেঝেতে। সেখানেই তাঁর থুতনিতে কামড় বসাল বেড়াল। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনায় ফের প্রশ্ন উঠেছে রোগীদের নিরাপত্তা নিয়ে। মিঠুদেবীর অভিযোগ, হাসপাতালের সর্বত্র বেড়াল ঘুরে বেড়ায়। একটি বেড়াল তাঁর থুতনি কামড়ে দেয়। মিঠুদেবীর চিৎকারে আসেন আয়া। ক্ষতস্থানে সেলাই পড়েছে। তাঁর পরিবারকে ফোনে সব জানানো হয়। তাঁকে বেলেঘাটা হাসপাতালে পাঠানো হয়েছে। মেডিক্যালের অধ্যক্ষ তপনকুমার লাহিড়ী বলেন, ‘‘জাল দেওয়া সত্ত্বেও খাবারের খোঁজে বেড়াল ঢুকে পড়ে। খুব সমস্যা হচ্ছে। আমরা ব্যবস্থা নিচ্ছি।’’