এক সিপিএম কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোমবার রাতে, রাজারহাটের মহিষগদি গ্রামে। আহতের নাম নুর ইসলাম। আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি। এই ঘটনায় চনু ঘরামি নামে এক ব্যক্তিকে মঙ্গলবার গ্রেফতার করেছে পুলিশ।
নুরের ছেলে পিন্টু পুলিশকে জানান, তাঁর বাবা দীর্ঘ দিন ধরে হাড়োয়া এলাকার সিপিএমের সদস্য। পিন্টুর অভিযোগ, ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই নুর এলাকা ছাড়া। ২০১৪ লোকসভা ভোটের পরে এক বার ঘরে ফিরলেও পরে আবার তিনি এলাকা ছাড়া হন। পিন্টু বলেন, ‘‘সোমবার অনেক দিন পরে বাড়ি এসেছিলেন বাবা। তিনি যখন এক প্রতিবেশীর সঙ্গে কথা বলছিলেন, সে সময়ে তৃণমূলের লোকজন বাড়িতে চড়াও হয়। বাবাকে শাবল, বাঁশ, লাঠি দিয়ে বেধড়ক পেটায়।’’ তৃণমূলের তরফে অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।