Coronavirus

কিছু দিন কম থাকার পরে ফের করোনা সংক্রমণ বাড়ল বিধাননগরে

পুরসভা সূত্রের খবর, এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৬৩৪ জন। তার মধ্যে সুস্থ হয়েছেন ৪৯০৮ জন। মৃত্যু হয়েছে ৫০ জনের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২০ ০৪:৪৩
Share:

প্রতীকী ছবি।

বেশ কিছু দিন কম থাকার পরে বিধাননগর পুর এলাকায় ফের বাড়ল করোনায় আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৭ জন। তবে সুস্থতার হারও বেড়েছে অনেকটাই।

Advertisement

পুরসভা সূত্রের খবর, এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৬৩৪ জন। তার মধ্যে সুস্থ হয়েছেন ৪৯০৮ জন। মৃত্যু হয়েছে ৫০ জনের। গত তিন মাসে পাঁচ হাজারেরও বেশি বাসিন্দা আক্রান্ত হয়েছেন। সম্প্রতি বিধাননগর পুলিশ কমিশনারেটের কয়েক জন পদস্থ কর্তাও আক্রান্ত হয়েছেন করোনায়।

করোনার প্রকোপ বিধাননগরের কোনও নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ নেই। সল্টলেকের একাধিক ব্লক থেকে শুরু করে রাজারহাট-গোপালপুরের বিভিন্ন এলাকাতেও ওই রোগের প্রকোপ দেখা যাচ্ছে। তবে পুরসভা সূত্রের খবর, ৮০ শতাংশেরও বেশি রোগী সুস্থ হয়ে উঠেছেন। সেটাই আশার খবর। বর্তমানে বিধাননগরে ‘অ্যাক্টিভ’ কেসের সংখ্যা ৬৭৬। তবু বাসিন্দাদের একাংশের মধ্যে নিয়ম না মানার প্রবণতা কমছে না। রাস্তাঘাটে, আড্ডা দেওয়ার সময়ে, মাঠে, পার্কে, বাজারে অনেককেই মাস্ক না পরে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে।

Advertisement

মেয়র পারিষদ (স্বাস্থ্য) প্রণয় রায় জানান, কিছু দিন ধরে দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০ থেকে ৬০-এর মধ্যেই ঘোরাফেরা করছিল। কিন্তু বৃহস্পতিবার ফের আক্রান্তের সংখ্যা বেড়েছে। পুরসভা জোরকদমে প্রচার চালাচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement