কলকাতা পুলিশ এবং আমরির নয়া উদ্যোগ।
গাড়ি চড়ে এসে টিকা নেওয়া। কলকাতা পুলিশ এবং আমরি হাসপাতাল কর্তৃপক্ষ যৌথ উদ্যোগে বুধবার থেকে শুরু করছে এই করোনা টিকাকরণ কর্মসূচি। শর্ত একটাই, টিকা নিতে হলে অবশ্যই আসতে হতে চারচাকার বাহনে। টিকা নেওয়ার পরে গাড়িতেই বসে বিশ্রাম নিতে হবে আধ ঘণ্টা।
আমরি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, বুধবার সকাল ১১ টায় ইস্টবেঙ্গল ক্লাবের সামনে এই কর্মসূচির উদ্বোধন হবে। বৃহস্পতিবার বাইপাসের ধারে অজয়নগর ক্রসিং-এ এবং শুক্রবার টালা পার্কের কাছে কলকাতা পুলিশের ট্র্যাফিক ট্রেনিং স্কুলে শুরু হবে গাড়িতে এসে টিকা নেওয়া। প্রতি দিনও সকাল ১০ থেকে শুরু হবে কোভিড-১৯ টিকাকরণ। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সাধারণ টিকাকরণ কর্মসূচির মতোই এ ক্ষেত্রেও কো-উইনে অ্যাপে নাম নথিভুক্ত করতে হবে। নিয়ে যেতে হবে আধার কার্ডের মতো সচিত্র পরিচয়পত্র। দিতে হবে টিকার নির্ধারিত দামও।