মহানগরে কম্প্রেস্ড ন্যাচারাল গ্যাস (সিএনজি) নিয়ে আসার পরিকল্পনা হয়েছিল প্রায় পাঁচ বছর আগে। কেন্দ্র ও রাজ্য সরকারের অধীনস্থ তিনটি সংস্থা ‘মউ’ স্বাক্ষরও করেছিল। কিন্তু সেই পরিকল্পনার ভিতটুকুও গড়ে ওঠেনি। এ বার কলকাতায় সিএনজি চালুর বিষয়ে হস্তক্ষেপ করল জাতীয় পরিবেশ আদালত বা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল।
শুক্রবার কলকাতায় পরিবেশ আদালতের বিচারপতি এস পি ওয়াংদি এবং বিশেষজ্ঞ-সদস্য পি সি মিশ্রের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, উত্তরপ্রদেশ থেকে এ রাজ্যে কী ভাবে সিএনজি পাইপলাইন নিয়ে আসা যায়, তা নিয়ে কেন্দ্র ও রাজ্যের অফিসারদের বৈঠক করে সিদ্ধান্ত নিতে হবে। এক মাসের মধ্যে তা আদালতকে জানাতেও বলা হয়েছে। ওই বৈঠকে সভাপতিত্ব করবেন রাজ্যের মুখ্যসচিব। তাতে কেন্দ্রীয় পেট্রোলিয়াম সচিব, গ্যাস অথরিটি অব ইন্ডিয়া, হিন্দুস্থান পেট্রোলিয়াম, কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস পর্ষদ, রাজ্যের বাণিজ্য সচিব এবং গ্রেটার কলকাতা গ্যাস সাপ্লাইয়ের প্রতিনিধিদেরও হাজির থাকতে হবে। এ ছাড়া, কেন্দ্র ও রাজ্যের সংস্থার মধ্যে স্বাক্ষরিত ‘মউ’-এর সময়সীমা গত বছর শেষ হয়ে গিয়েছে। সেই ‘মউ’টিকে
ফের কার্যকর করতে বলেছে ডিভিশন বেঞ্চ।