নিরুপায়: বাড়ির দোরগোড়ায় চলছে চুল কাটা। নিজস্ব চিত্র
কারও বাড়ন্ত চুল ক্রমেই অবাধ্য হয়ে উঠছে। কেউ আবার সেই চুল সামলাতে বাড়ির কারও হাতেই ধরিয়ে দিচ্ছেন কাঁচি। কোনও পার্লার আবার ক্রেতা ধরে রাখতে বিনামূল্যে পরামর্শও দিচ্ছে।
লকডাউনের জন্য পনেরো দিন ধরে বন্ধ সেলুন এবং বিউটি পার্লার। ফলে বিউটি পার্লার বা সেলুনে গিয়ে নিয়মিত রূপচর্চা এক রকম শিকেয় উঠেছে অনেকেরই। বিউটি পার্লার যেহেতু অত্যাবশ্যকীয় পরিষেবার আওতায় পড়ে না, তাই তাদের ঝাঁপ কবে খুলবে, সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে।
প্রথম দিকে অবশ্য বাড়ি গিয়ে পরিষেবা দেওয়া হচ্ছিল। এখন বন্ধ রয়েছে সে সব। লকডাউন শুরুর পরপরই কৈখালির একটি আবাসনে চুল কাটার জন্য এক নাপিত যাচ্ছিলেন। ওই আবাসনের দু’নম্বর ব্লকের এক বাসিন্দা অরিত্র ঘোষ তাঁদের দোতলার লবির লিফটের পাশে বসে চুলও কেটেছিলেন তাঁর কাছে। এখন আর সেই নাপিতের দেখা মিলছে না। অরিত্রের মা গৌরী ঘোষ বলেন, ‘‘নাপিত নিজেই চলে এসেছিলেন দরজায়। এখন কেন আসছেন না জানি না। এলে দু’তরফেরই তো সুবিধা হত।’’
বিউটি পার্লার কবে খুলবে, তা জানতে পরিচিত কর্মীদের মাঝেমধ্যেই ফোন করছেন লেক টাউনের বাসিন্দা পুনম দাস। যদিও তাঁর মতে, এমন বিপর্যয়ে বহু মানুষের খাবারই ঠিক মতো জুটছে না, প্রতিদিন লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সেখানে চুল না কাটা বা রূপচর্চা করতে না পারা কোনও বড় সমস্যা নয়। পুনম বলেন, ‘‘বাড়িতে বসেই ছেলের চুল কেটে দিলেন আমার স্বামী। কিন্তু আমার ক্ষেত্রে সেটা সম্ভব নয়। তা ছাড়া আমার বুটিকের বিজ্ঞাপনের জন্য নিয়মিত চুলের কায়দা এবং রূপচর্চার দরকার হয়। সে সব হচ্ছে না।’’
এই সুযোগে অবশ্য পসরা জমিয়েছেন ‘ইটালিয়ান’ সেলুনের কারবারিরা। জরুরি ভিত্তিতে কাজ করাতে চাইলে পুরনো পাড়া-মহল্লায় তাঁদের দেখা ফের মিলছে। নারকেলডাঙা মেন রোডের এক ফুটপাতে কিছু সময়ের জন্য মাটিতে ইট আর টুল পেতে বসেন কয়েক জন নাপিত। খবরটা জানতে পেরেই তাঁদের দ্বারস্থ হন বাগমারির বিশ্বদীপ কর রায় এবং তাঁর কয়েক জন বন্ধু। বিশ্বদীপ বলেন, ‘‘দীর্ঘদিন লকডাউন থাকলে ওই ফুটপাতের সেলুনই বাঁচিয়ে রাখবে। না হলে তো জটাধারী হয়ে ঘুরতে হবে।’’
টালিগঞ্জের নেতাজিনগরের রূপালি রায় বলেন, ‘‘বাড়িতেও তো ছিমছাম থাকতে ইচ্ছে করে। চুল কাটা ছাড়াও অনেক মহিলাই নিয়মিত পার্লারে গিয়ে সৌন্দর্যচর্চা করেন। এমনিতেই হঠাৎ বদলে যাওয়া রুটিনে অখণ্ড অবসর অনেককে অবসাদগ্রস্ত করে তুলছে। তার মধ্যে নিজেকে খারাপ দেখতে লাগলে অবসাদ আরও বেড়ে যেতে পারে।’’
পার্লার বন্ধ থাকলেও বাড়িতে বসেই রূপচর্চার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞদের কেউ কেউ। একটি প্রখ্যাত বিউটি পার্লার চেনের পূর্ব ভারতের প্রধান তর্পিত বন্দ্যোপাধ্যায় বলছেন, ‘‘পাকা পেঁপে মুখে লাগান, গরম জলে নুন-লেবু মিশিয়ে পা ডুবিয়ে রাখুন। ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ফল দিয়ে ফেসিয়াল করার পরামর্শও দিচ্ছি।’’ দমদম পার্কের একটি বিউটি পার্লারের কর্ণধার সোনালি ধরের কথায় আশঙ্কার সুর ধরা পড়ল। তাঁর কথায়, ‘‘শুধু ক্রেতারাই নন, উপার্জনের অনিশ্চয়তায় আমরাও অসুবিধায় রয়েছি। কী ভাবে কর্মীদের বেতন দেব জানি না।’’
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)