রান্নার গ্যাস লিক পাতিপুকুরে, যানজটে অবরুদ্ধ যশোর রোড

রান্নার গ্যাস লিক করার ঘটনা নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পাতিপুকুর এলাকায়। ওই ঘটনাকে কেন্দ্র করে প্রায় দেড় ঘন্টা যানজট হয় যশোর রোডে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মার্চ ২০১৬ ১৭:৪৩
Share:

রান্নার গ্যাস লিক করার ঘটনা নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পাতিপুকুর এলাকায়। ওই ঘটনাকে কেন্দ্র করে প্রায় দেড় ঘন্টা যানজট হয় যশোর রোডে।

Advertisement

পুলিশ জানায়, এ দিন সন্ধ্যায় পাতিপুকুরের তেঁতুলতলায় কোল গ্যাসের তীব্র কটু গন্ধ ছড়িয়ে পড়ে। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা পুলিশ আর দমকলকে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ আর দমকল বাহিনী দেখতে পায় তেঁতুলতলায় একটি বেসরকারি গ্যাস সংস্থার গ্যাসের লাইন গিয়েছে। সেটির দু’ জায়গা থেকে গ্যাস লিক করছে। সঙ্গে সঙ্গে ওই এলাকাটি ঘিরে ফেলা হয়।

তার পর লেক টাউন থেকে শ্যামবাজারের দিকে যাওয়ার রাস্তা দিয়ে গাড়ি চলাচল করানো শুরু করে পুলিশ। খবর দেওয়া হয় ওই গ্যাস সংস্থাকেও। সেখানকার আধিকারিকেরা এসে গ্যাসের সরবরাহ লাইনটি বন্ধ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement