Biswanath Chowdhury

বিশ্বনাথ-স্মরণে জোর বাম-গণতান্ত্রিক শক্তিতে

আরএসপি মঙ্গলবার মৌলালি যুবকেন্দ্রে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা দলের প্রাক্তন রাজ্য সম্পাদক বিশ্বনাথ চৌধুরীর স্মরণসভার আয়োজন করেছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৪ ১৪:৪৪
Share:

রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী। —ফাইল ছবি।

সমসাময়িক পরিস্থিতিতে বাম-গণতান্ত্রিক আন্দোলনকে আরও জোরদার করার আহ্বান উঠল। আরএসপি মঙ্গলবার মৌলালি যুবকেন্দ্রে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা দলের প্রাক্তন রাজ্য সম্পাদক বিশ্বনাথ চৌধুরীর স্মরণসভার আয়োজন করেছিল। বক্তৃতা করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সিপিআই-এর প্রবীর দেব, ফরওয়ার্ড ব্লকের নরেন চট্টোপাধ্যায়, আরএসপি-র সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য, দলের রাজ্য সম্পাদক তপন হোড়, প্রাক্তন মন্ত্রী সুভাষ নস্কর প্রমুখ। বামফ্রন্টের বাইরের দলগুলির মধ্যে থেকে ওই সভায় যোগ দিয়েছিলেন এসইউসি-র রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য, সিপিআই (এম-এল) লিবারেশনের বাসুদেব বসুরা। সবার বক্তব্যেই বাম-গণতান্ত্রিক আন্দোলনের ঝাঁঝ আরও বাড়ানোর আহ্বান জানানো হয়। সেই সঙ্গে পরিস্থিতি বদলাতে বাম-শক্তির একত্রিত হয়ে লড়াই করার কথাও ফের উঠে এসেছে। আমন্ত্রণ থাকলেও স্মরণসভায় আসেননি কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের কোনও প্রতিনিধি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement