Illegal Building Contraction

দক্ষিণ কলকাতায় বেআইনি নির্মাণের অভিযোগ জমা মেয়রের দফতরে, তদন্তে পুরসভার বিল্ডিং বিভাগ

একের পর এক বেআইনি নির্মাণের অভিযোগের মধ্যে এ বার দক্ষিণ কলকাতায় বেআইনি নির্মাণের অভিযোগ তুলে মেয়র ফিরহাদ হাকিমের দফতরে জমা পড়ল অভিযোগপত্র।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২৯
Share:
Complaints about illegal construction in South Kolkata were submitted to KMC Mayor Firhad Hakim\\\\\\\'s office

—প্রতীকী ছবি।

বেআইনি নির্মাণ নিয়ে জেরবার কলকাতা পুরসভা। একের পর এক বেআইনি নির্মাণের অভিযোগের মধ্যেও এ বার দক্ষিণ কলকাতায় বেআইনি নির্মাণের অভিযোগ তুলে মেয়র ফিরহাদ হাকিমের দফতরে জমা পড়ল অভিযোগপত্র। অভিযোগপত্রে বলা হয়েছে, ১৫, ১৫/১ এ এবং ৯/২ এ গ্রোভ লেনের ঠিকানার একটি কমন দেওয়াল রয়েছে। সেই একটি দেওয়ালকে ব্যবহার করে ৯/২বি গ্রোভ লেনের বাসিন্দা একটি পরিবার বলপূর্বক দুষ্কৃতীদের উপস্থিত করিয়ে বেআইনি নির্মাণ করছে। অবিলম্বে কলকাতা পুরসভা এই বিষয়ে পদক্ষেপ করুক। মেয়রের পাশাপাশি ওই অভিযোগপত্রটি পাঠানো হয়েছে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের ডাইরেক্টর জেনারেলের কাছে। দক্ষিণ কলকাতা লোকসভা এলাকার রাসবিহারী বিধানসভার অধীন ৮৪ নম্বর ওয়ার্ডে এই বেআইনি নির্মাণকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

স্থানীয় বাসিন্দাদের সূত্রে খবর, যে হেতু ওই চিঠিতে দুষ্কৃতীদের থাকার অভিযোগ উল্লেখ করা হয়েছে তাই বিষয়টিতে নজর রেখে চলেছে টালিগঞ্জ থানার পুলিশ। স্থানীয় তৃণমূল কাউন্সিলর ৮৪ নম্বর ওয়ার্ডের পারমিতা চট্টোপাধ্যায় বলেন, ‘‘দু’পক্ষই আমার কাছে এসেছিল। ওদের অভিযোগ আমি পুরসভার বিল্ডিং বিভাগে ফরওয়ার্ড করেছি। মেয়ের বিয়ের জন্য বাড়ির ওপরে শেড করেছেন বলে জানতে পেরেছি। পুরসভার পক্ষ থেকে আধিকারিকেরা ইনস্পেকশন করে ৪০১ ধারায় নির্মাণ বন্ধের নোটিস দিয়েছে। তার পরেও নির্মাণ হয়েছে কি না বলতে পারব না। আর মারধরের অভিযোগ পুলিশ বলতে পারবে।’’ রাসবিহারী বিধানসভা এলাকার বর্তমান বিধায়ক মেয়র পারিষদ দেবাশিস কুমার। যিনি আবার শাসকদলের দক্ষিণ কলকাতা জেলার সংগঠনের সভাপতিও বটে। তাই ঘটনাটি জানাজানি হওয়ার পরেই তদন্তে নেমেছে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ।

প্রসঙ্গত, গত বছর মার্চ মাসে মেয়রের বিধানসভা কেন্দ্র কলকাতা বন্দরে একটি বেআইনি নির্মীয়মাণ বাড়ি ভেঙে ১৩ জনের মৃত্যু হওয়ায় প্রশ্নের মুখে পড়েছিল কলকাতা পুরসভা। জানুয়ারি মাসে প্রথমে বাঘাযতীন এবং পরে ট্যাংরায় বহুতল হেলে পড়ার ঘটনা ঘটেছিল যথাক্রমে মেয়র পারিষদ মিতালী বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার ওয়ার্ডে। যা নিয়ে বিস্তার বিতর্ক হয়েছিল, এ ক্ষেত্রে তেমন বিতর্ক চাইছে না কলকাতা পুরসভার অন্দরমহল। তাই দ্রুত তদন্ত করে বিষয়টির নিষ্পত্তি করতে চায় কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের একাংশ। পুরসভার একটি সূত্র জানাচ্ছে, বিষয়টি বিস্তারিত ভাবে জানানো হয়েছে মেয়র ফিরহাদকেও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement