—প্রতীকী চিত্র।
এ বার র্যাগিংয়ের অভিযোগ এন্টালির সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক কলেজে। পুলিশি সূত্রের খবর, গত বৃহস্পতিবার ওই কলেজের অধ্যক্ষ তৃতীয় বর্ষের এক ছাত্রের বিরুদ্ধে এন্টালি থানায় র্যাগিংয়ের অভিযোগ দায়ের করেছেন। যার ভিত্তিতে পুলিশ আদালতের অনুমতি নিয়ে শুক্রবার র্যাগিংয়ের ৪ নম্বর ধারায় ওই অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করেছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে ভয় দেখানোর ধারাও যুক্ত করা হয়েছে।
পুলিশি সূত্রের খবর, কলেজে প্রথম বর্ষের এক ছাত্রের পোশাক নিয়ে বেশ কিছু দিন আগে গোলমালের সূত্রপাত হয়। অভিযোগ, প্রথম বর্ষের ওই ছাত্রকে তাঁর পোশাক নিয়ে হেনস্থা করেন অভিযুক্ত। সম্প্রতি প্রথম বর্ষের ছাত্রটি র্যাগিংয়ের অভিযোগ করেন কলেজের অধ্যক্ষের কাছে। যার ভিত্তিতে কলেজের অভ্যন্তরীণ র্যাগিং-বিরোধী কমিটি ঘটনার অনুসন্ধান করে। তার পরেই বৃহস্পতিবার পুলিশে অভিযোগ করেন অধ্যক্ষ। যদিও অভিযুক্ত শনিবার তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন।
প্রসঙ্গত, মাসখানেক আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে প্রথম বর্ষের এক ছাত্রের মৃত্যুতে বেশ কয়েক জন প্রাক্তন ও বর্তমান ছাত্রের বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ ওঠে। ওই ঘটনায় পুলিশ ১৩ জনকে গ্রেফতার করেছে। যাদবপুরের ঘটনার রেশ মিলিয়ে যাওয়ার আগেই ফুলবাগানে গুরুদাস কলেজের এক ছাত্র প্রাক্তন দুই ছাত্রের বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ করেন। চলতি সপ্তাহে আর জি কর মেডিক্যাল কলেজের মানিকতলা হস্টেলেও র্যাগিংয়ের অভিযোগ দায়ের হয় পুলিশের কাছে।
পুলিশি সূত্রের খবর, এন্টালি থানায় দায়ের হওয়া মামলার পরিপ্রেক্ষিতে অধ্যক্ষকে নোটিস পাঠিয়ে তদন্তকারী অফিসারের সঙ্গে কথা বলতে বলা হয়েছে। অভিযুক্ত ছাত্রকে ডেকেও কথা বলা হবে বলেও পুলিশ জানিয়েছে।