শিল্পী রাশিদ খানকে হাসপাতালে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, পুলিশ কমিশনার বিনীত গয়াল। বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। মঙ্গলবার সকালে তাঁর অবস্থার অবনতি হয়েছে। ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে। শুনে হাসপাতালে গিয়েছেন মমতা।
এক মাসেরও বেশি সময় ধরে শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী হাসপাতালে ভর্তি। অতীতে তাঁর প্রস্টেটে ক্যানসার হয়েছিল। সেখান থেকে ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছিলেন। তার মধ্যেই তাঁর মস্তিষ্কে একাধিক বার রক্তক্ষরণ (স্ট্রোক) হয়। এর পরই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেই থেকে তিনি চিকিৎসাধীন। চিকিৎসায় তিনি সাড়া দিচ্ছিলেন। সেই সঙ্কটও তিনি কাটিয়ে উঠতে পারবেন সময়ের সঙ্গে সঙ্গে, এমনটাই মনে করছিলেন অনেকে। তার মধ্যেই স্বাস্থ্যের অবনতির খবর মিলল। হাসপাতাল সূত্রে জানানো হয়েছিল, ‘‘শিল্পীর অবস্থা অতি সঙ্কটজনক। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।’’
আগে হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, রাশিদের সঙ্কট পুরোপুরি কাটেনি। তাঁকে স্নায়ুচিকিৎসকেরা দেখছেন। মেডিসিন এবং ক্যানসারের চিকিৎসকদের একটি দলও তাঁকে পর্যবেক্ষণে রেখেছে। তার মধ্যেই আচমকা অবস্থার অবনতি।