যানজটে জেরবার হওয়াটা এখন যেন শহরের নিয়ম হয়ে দাঁড়িয়েছে!
বছরের বেশির ভাগ দিনই শহরে কোনও না কোনও মিটিং-মিছিল হয়ে থাকে। যার জেরে যানজটে ভুগতে হয় সাধারণ মানুষকে। সোমবার ফের দু’টি রাজনৈতিক দলের মিছিলের জেরে দুপুর থেকে বিকেল পর্যন্ত মধ্য ও দক্ষিণ কলকাতায় যানজটের সৃষ্টি হয়।
পুলিশ সূত্রের খবর, এসইউসিআই-এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এ দিন দুপুর দুটো থেকে হাওড়া এবং শিয়ালদহ থেকে দফায় দফায় মিছিল শুরু হয়। মিছিল ধর্মতলায় শহিদ মিনার ময়দানে জমায়েত হয়। মিছিলের জেরে ব্রেবোর্ন রোড, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, এজেসি বসু রোড, এস এন ব্যানার্জি রোড, লেনিন সরণি, জওহরলাল নেহরু রোড, মেয়ো রোড, বেন্টিঙ্ক স্ট্রিট-সহ একাধিক রাস্তা যানজটের কবলে পড়ে। পুলিশ জানিয়েছে, শহরের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ছ’হাজার এসইউসিআই সমর্থক এ দিন শহিদ মিনার ময়দানে ওই
সমাবেশে যোগ দেন। সোমবার বিকেল সাড়ে তিনটে নাগাদ সিটুর সংগঠন ওয়েস্ট বেঙ্গল রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের একটি মিছিল বেরোয়। পুলিশ জানিয়েছে, এ দিন সিটুর মিছিলে প্রায় দু’শো মানুষ উপস্থিত ছিলেন। মিছিল এসে ধর্মতলার ওয়াই চ্যানেলে জড়ো হয়।
পুলিশ জানিয়েছে, জোড়া মিছিলের জেরে এ দিন ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে দীর্ঘক্ষণ ধরে গাড়ি আটকে থাকে। ধর্মতলা সংলগ্ন বিভিন্ন রাস্তায় গাড়ির গতি শ্লথ হয়ে পড়ে। সোমবার বেলা সাড়ে তিনটে নাগাদ শিয়ালদহ থেকে বেহালা যেতে বাসে চেপেছিলেন রমাকান্ত দে। কিন্তু মিছিলের ফাঁসে তাঁর বাড়ি পৌঁছতে অতিরিক্ত আধ ঘণ্টা সময় লেগেছে বলে তিনি জানিয়েছেন। এ দিন দু’টি মিছিল সামলাতে শহরের একাধিক থানার পুলিশ উপস্থিত ছিল। যদিও ট্রাফিক পুলিশের এক কর্তা বলেন, ‘‘মিছিলের জন্য যান চলাচল স্বাভাবিক ছিল। কোথাও বেশিক্ষণ গাড়ি দাঁড়ায়নি।’’