নবনির্মিত গার্ডেনরিচ উড়ালপুল দিয়ে চলবে না বাস এবং ট্রাক। দিনের বেলা চললেও রাতে ওই উড়ালপুল দিয়ে মোটরবাইক চালানো যাবে না। তবে ছোট মালবাহী গাড়ি উড়ালপুল দিয়ে যাতায়াত করতে পারবে বলে লালবাজার জানিয়েছে।
পুলিশ সূত্রে খবর, সাড়ে চার কিলোমিটার লম্বা, চার লেনের উড়ালপুলটি তৈরির কাজ প্রায় শেষ। মুখ্যমন্ত্রী সময় দিলেই মার্চ মাসের প্রথমে তা উদ্বোধন হবে। গার্ডেনরিচের ব্রুকলিন মোড় থেকে উড়ালপুলটি এসে নামবে মাঝেরহাটের সেতুর কাছে। অন্য একটি শাখা নামবে রিমাউন্ট রোডের কাছে।
পুলিশ জানায়, উড়ালপুল উদ্বোধনের আগেই নিরাপত্তার কথা মাথায় রেখে বাস ও ট্রাক না চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত বন্দর এলাকার যানজটের হাত থেকে রেহাই পেতেই উড়ালপুলটি হয়েছে। তাই ট্রেলার বা লরি যাতে ওই উড়ালপুলে না ওঠে, তার জন্য সেটির দু’দিকে ‘হাইট বার’ বসানো হচ্ছে।
ট্র্যাফিক পুলিশ সূত্রে খবর, উড়ালপুলটিতে সব সময় নজরদারি করার জন্য ১০টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। সেগুলি সাউথ-ওয়েস্ট ট্র্যাফিক গার্ডের তরফে নজরে রাখা হবে।