Kolkata Accident

ভিআইপি রোডে বাইকে ধাক্কা সরকারি বাসের, ছিটকে পড়লেন আরোহী! মৃত্যু

সোমবার সকাল ৮টা নাগাদ ভিআইপি রোডের বাঙুর অ্যাভিনিউতে একটি সরকারি বাস ধাক্কা মারে বাইকে। আরোহী ছিটকে পড়ে যান। তার পর বাসের চাকা তাঁকে পিষে দেয় বলে অভিযোগ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ১০:৩৪
Share:
Bus hits bike in VIP road Kolkata causing accident and disruption

ভিআইপি রোডে বাসের ধাক্কায় বাইক-আরোহীর মৃত্যু। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

ভিআইপি রোডে সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হল বাইক-আরোহীর। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। বাস এবং বাসের চালককে আটক করেছে পুলিশ। অভিযোগ, বেপরোয়া গতিতে বাসটি চালানো হচ্ছিল। সামনে বাইক এসে পড়ায় চালক নিয়ন্ত্রণ হারান। বাইকের পিছনে গিয়ে সজোরে ধাক্কা মারে যাত্রীবোঝাই ওই বাস। তাতে বাইকের আরোহী ছিটকে পড়ে যান। পরে বাসের চাকা তাঁকে পিষে দেয়।

Advertisement

সোমবার সকাল ৮টা নাগাদ ভিআইপি রোডের বাঙুর অ্যাভিনিউয়ে দুর্ঘটনাটি ঘটে। বারাসত-গড়িয়া রুটের সরকারি বাসটি গড়িয়ার দিকে যাচ্ছিল। বাইক-আরোহী কেষ্টপুর থেকে যাচ্ছিলেন উল্টোডাঙার দিকে। মৃত যুবকের নাম দেবরাজ দাস, তিনি উল্টোডাঙার বাসিন্দা।

দুর্ঘটনার পর সোমবার সকালের ব্যস্ত সময়ে ভিআইপি রোডে যান চলাচল সাময়িক ভাবে থমকে গিয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে যায় লেকটাউন থানার পুলিশ। তারা বাসচালককে আটক করে। গুরুতর জখম অবস্থায় বাইক-আরোহীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিল পুলিশ। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি। বাসটিকেও পুলিশ আটক করেছে। কেন বাসটি নিয়ন্ত্রণ হারাল, সেটির গতি স্বাভাবিকের চেয়ে বেশি ছিল কি না, অন্য কোনও বাসের সঙ্গে সেটি রেষারেষি করছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতে পারে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement