মেট্রোর স্তম্ভে ধাক্কা বাসে

পুলিশ জানিয়েছে, বিশ্ব বাংলা সরণি ধরে বারাসত থেকে জোকার দিকে যাচ্ছিল সি-৮ রুটের বাসটি। তাতে ২০-২২ জন যাত্রী ছিলেন। লোহারপুলের কাছে সিগন্যাল লাল দেখে বাস থামানোর চেষ্টা করেন চালক। কিন্তু গাড়িটি না থেমে সোজা গিয়ে ধাক্কা মারে রাস্তার ডান দিকে মেট্রোর স্তম্ভে

Advertisement
শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮ ০০:০৯
Share:

অঘটন: ধাক্কা মারার পরে সেই বাস। শুক্রবার, সুকান্তনগরে। নিজস্ব চিত্র

নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রো রেলের স্তম্ভে ধাক্কা মারল সরকারি বাস। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে সল্টলেকের সুকান্তনগর এলাকায় লোহারপুলের কাছে। ঘটনায় জখম হন তিন জন। এর জেরে কিছু ক্ষণ বিশ্ব বাংলা সরণিতে যানজট হয়।
পুলিশ জানিয়েছে, বিশ্ব বাংলা সরণি ধরে বারাসত থেকে জোকার দিকে যাচ্ছিল সি-৮ রুটের বাসটি। তাতে ২০-২২ জন যাত্রী ছিলেন। লোহারপুলের কাছে সিগন্যাল লাল দেখে বাস থামানোর চেষ্টা করেন চালক। কিন্তু গাড়িটি না থেমে সোজা গিয়ে ধাক্কা মারে রাস্তার ডান দিকে মেট্রোর স্তম্ভে। হুমড়ি খেয়ে বাসের মধ্যেই পড়ে যান যাত্রীরা। কারও মাথা ঠুকে যায়, কারও হাত, পায়ে বা কোমরে আঘাত লাগে।
চালক-সহ তিন জনের আঘাত প্রাথমিক ভাবে বেশি ছিল। কর্তব্যরত ট্র্যাফিক পুলিশকর্মী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত বাস থেকে যাত্রীদের নামিয়ে আনেন। এক জনকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। বাকি দু’জনের আঘাত অপেক্ষাকৃত বেশি বলে জানিয়েছে পুলিশ।
এই দুর্ঘটনায় রাত পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি বলে পুলিশ সূত্রের খবর। তবে মেট্রোর ওই স্তম্ভের রং চটে গিয়েছে। সেটির আর কোনও ক্ষতি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, বাসের ব্রেক ফেল করেই এই দুর্ঘটনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement