প্রতীকী ছবি।
নিউ টাউনে বৃহস্পতিবার সকালে এক যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাতর্ভ্রমণকারীরাই ঝোপের মধ্যে ওই দেহ দেখতে পান। তাঁরা পুলিশে খবর দেন। তার পর পুলিশ এসে দেহ উদ্ধার করে।
পুলিশ সূত্রে খবর, মৃতের আনুমানিক বয়স ৩৫-৪০ বছরের মধ্যে। তাঁর পরনে প্যান্ট ছিল। কিন্তু দেহের উপরের অংশে কোনও পোশাক ছিল না। মৃতের দেহে কোনও আঘাতের চিহ্নও মেলেনি। যুবককে খুন করা হয়েছে, না কি কোনও ভাবে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে, সেই বিষয়টি স্পষ্ট নয়। ফলে যুবকের মৃত্যু ঘিরে ধোঁয়াশা বাড়ছে।
আশপাশের এলাকাতেও খোঁজ নিচ্ছে পুলিশ। স্থানীয় বাসিন্দা কি না, তা-ও জানার চেষ্টা চলছে। জানা গিয়েছে, ওই রাস্তা ধরে অনেকেই প্রাতর্ভ্রমণ করেন। বৃহস্পতিবার সকালে প্রাতর্ভ্রমণের সময় কয়েক জন ওই যুবককে পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। আশপাশের লোকজনকে ডেকে বিষয়টি জানান। তার পরই এলাকায় শোরগোল পড়ে যায়। ওই যুবক কে, কী ভাবে এখানে এলেন, তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। কাছেই বসতি এলাকা। সেখানেও খোঁজখবর নেওয়া শুরু হয়েছে।